বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Showing posts with label প্রতিবেদন. Show all posts
Showing posts with label প্রতিবেদন. Show all posts

Monday, November 10, 2014

এবার গ্রামীণফোন দিচ্ছে কিস্তিতে আইফোন ৬ কেনার সুবর্ণ সুযোগ l

বার দেখা হয়েছে

ইন্সটলমেন্টের মাধ্যমে আইফোন ৬ ও ৬ প্লাস কেনার সুযোগ নিয়ে আসছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। বিনামূল্যে সিমসহ গ্রামীণফোনের স্পেশাল প্যাকেজের আরো কিছু সুবিধাসহ এ সেট কিনতে পারবেন ক্রেতারা।
গ্রামীণফোন সূত্রে জানা গেছে, আইফোন ৬ ও ৬ প্লাস হ্যান্ডসেট পেতে আগামী শুক্রবার থেকে অগ্রিম বুকিং নেবে গ্রামীণফোন। বুকিং দেওয়া গ্রাহকরা ২০ নভেম্বর থেকে সেটগুলো কিনতে পারবেন।
তবে কত মাসের ইন্সটলমেন্টে কেনা যাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ সম্পর্কে গ্রামীণফোনের এক কর্মকর্তা বলেন, বিষয়টি চমক হিসেবে রাখতে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।
সূত্র জানায়, আইফোন ৬ ও ৬ প্লাস হ্যান্ডসেট বুকিংয়ের পর গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার থেকে তা কিনতে পারবেন।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বাংলানিউজকে বলেন, গ্রামীণফোনের মাধ্যমে আইফোন ৬ ও ৬ প্লাস কিনলে প্রোমোশনাল অফার হিসেবে কিছু স্পেশাল প্যাকেজের সুবিধা দেওয়া হবে।
তবে গ্রামীণফোন সূত্রে জানা গেছে, গ্রামীণফোনে বুকিং দিয়ে আইফোন ৬ ও ৬ প্লাস কিনলে ফ্রি ইন্টারনেট প্যাকেজ, বিনামূল্যে সিম পাবেন ক্রেতারা। বাজারে অনেকভাবে হ্যান্ডসেট আসছে। এক্ষেত্রে গ্রামীণফোনের মাধ্যমে কিনলে অরিজিনাল সেটটিই পাবেন ক্রেতা।

Tuesday, September 23, 2014

বর্তমান মোবাইল ও ওয়াইমাক্স অপারেটরদের বন্ধ সিম অফারগুলো কি কি জেনে নিন।

বার দেখা হয়েছে

simbonus.com
বন্ধ সিম চালু করার জন্য বাংলাদেশের প্রত্যেক মোবাইল অপারেটরগুলা ভালোই তোড়জোড় করে। অনেকটা পহেলা নববর্ষের "হালখাতা"র  মত! প্রত্যেক মোবাইল অপারেটরগুলা চায়, তাদের হারানো গ্রাহক ফিরে আসুক। আবার ওয়াইমাক্স অপারেটররা এই ধান্দা থেকে বাদ যায় না। ওয়াইমাক্স অপারেটররা মূলত দেখা যায়, আগের টাকা-পয়সা মাফ করার অফার নিয়ে আসে, আবার কোন সময় স্পীড বারিয়ে, আবার ফ্রী ইন্টারনেট দিয়ে আরও নানান কতকি ফন্দি আটে! অবশ্য মূল উদ্দেশ্য সবার কাছে পরিষ্কার যে কেন অপারেটররা এত ঢাকঢোল পিটিয়ে বন্ধ সিমে রিঅ্যাক্টিভেশন বোনাস অফার দেয়। আবার বাঙালিরা, উল্টো স্বভাবেরও বটে! কারণ অনেকে এক হালি সিম কিনে, ইচ্ছা করেই সিম বন্ধ করে রাখে দারুন বোনাস অফারের আশায়! অনেকটা মুরগি পালন করার মত! কয়টা ডিম যে দেয়! যাই হোক, ওসব আড্ডা-আলোচনায় যাচ্ছি না। আজ সরাসরি বর্তমান মোবাইল ও ওয়াইমাক্স অপারেটরদের বন্ধ সিম অফারগুলো আপনাদের সামনে তুলে ধরছি।

গ্রামীণফোন বন্ধ সিম অফার

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটর গ্রামীণফোন তাদের বন্ধ সিম অফার ঘোষণা করেছে। গ্রামীণফোন বন্ধ সিমে মাত্র ১১ টাকা রিচার্জে, প্রতি ১ টাকা ব্যবহারে পাবেন ৫ টাকার বোনাস, ২ টাকার টকটাইম, ২ টাকার ইন্টারনেট ডাটা ও ১ টাকার এমএমএস।
অফারটির বিস্তারিতঃ
  • গ্রামীণফোন বন্ধ সিম অফারটি সকল প্রকার প্রিপেইেড সিমের জন্য প্রযোজ্য হবে।
  • আপনার সিমটি নিম্নে ৮ আগস্ট বা, তার আগে থেকে বন্ধ থাকতে হবে।
  • বন্ধ সিমে মাত্র ১১ টাকা রিচার্জে, প্রতি ১ টাকা ব্যবহারে পাবেন ৫ টাকার বোনাস পাবেন।
  • প্রতি ১ টাকা ব্যবহারে ২ টাকার ফ্রী টকটাইম পাবেন।
  • প্রতি ১ টাকা ব্যবহারে ২ টাকার ৩জি ইন্টারনেট ডাটা পাবেন।
  • প্রতি ১ টাকা ব্যবহারে ১ টাকার ফ্রী এমএমএস পাবেন।
  • অফারটি আপনার সিমে প্রযোজ্য হবে কিনা তা জানতে Check লিখে সেন্ড করুন 9999 নাম্বারে।

বাংলালিংক বন্ধ সিম অফার

বাংলাদেশের ২য় বৃহতম মোবাইল অপারেটর বাংলালিংক তাদের সেপ্টেম্বরের বন্ধ সিম অফার ঘোষণা করেছ। বন্ধ বাংলালিংক সংযোগে ১১ টাকা রিচার্জে ২ মাস ফেসবুক ও হোয়াট'স অ্যাপ সম্পূর্ণ ফ্রী! সাথে আরও অনেক কিছু।
অফারটির বিস্তারিতঃ
  • অফারটি আপনার সিমের জন্য প্রযোজ্য কিনা, তা জানতে আপনার মোবাইল নাম্বার 019XXXXXXXX লিখে 4343 তে সেন্ড করুন।
  • আপনার সিমটি সর্বনিম্ন ২১ মে বা তার আগে বন্ধ থেকে বন্ধ থাকলে, অফারটি প্রযোজ্য হবে।
  • অফারটিতে ১০ সেকেন্ড পালস আপ্লিকেবল হবে।
  • ২৫ পয়সা/মিনিট যেকোনো বাংলালিংক নাম্বারে।
  • ৬০ পসসা/মিনিট যেকোনো অপারেটরে।
  • ২ মাস ফেসবুক ফ্রী! ২ মাস হোয়াট'স অ্যাপ সম্পূর্ণ ফ্রী!
  • এছাড়া বন্ধ সিম চালু করলে, ৫০ এমবি ইন্টারনেট বোনাস।
  • আনসাবস্ক্রাইব করতে চাইলে, ডায়াল করুনঃ *166*61#
  • একবার আনসাবস্ক্রাইব করলে, বন্ধ সিম অফার ২য় বার নিতে পারবেন না।

এয়ারটেল বন্ধ সিম অফার

বাংলাদেশের তরুণদের মধ্যে জনপ্রিয় এয়ারটেল অপারেটর তাদের নতুন বন্ধ সিম অফার নিয়ে হাজির হয়েছে। এয়ারটেল বন্ধ সিম চালু করলেই পাচ্ছেন ৩০০ মিনিত বোনাস! সাথে আরও অনেক কিছু।
অফারটির বিস্তারিতঃ
  • অফারটি আপনার সিমের জন্য প্রযোজ্য কিনা, তা জানতে আপনার নাম্বার 016xxxxxxxx লিখে 9000 তে সেন্ড করুন।
  • বন্ধ সিম চালু করলেই পাচ্ছেন ৩০০ মিনিট বোনাস টকটাইম।
  • ১৯ টাকা রিচার্জে যেকোনো অপারেটরে ১ পরসা/সেকেন্ড সারাদিন।
  • প্রতিদিন ব্যবহারে সর্বচ্চো ১০ মিনিট বোনাস টকটাইম পাবেন।
  • এই অফারে ১ টাকায় ১১ এমবি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।
  • ১১ এমবি প্যাক কিনতে, WB লিখে 5000 তে সেন্ড করুন। মেয়াদ ১ দিন।
  • বোনাস মিনিট জানতে ডায়াল করুনঃ *778*300#
  • বোনাস মিনিটের মেয়াদ জানতে ডায়াল করুনঃ *778*333#
  • স্পেশাল কল রেট থেকে আনসাবস্ক্রাইব করতে, stoprate লিখে 4000 তে সেন্ড করুন।

রবি বন্ধ সিম অফার

রবির নতুন বন্ধ সিম অফার! রবি বন্ধ সিমে ১ জিবি ৩জি ইন্টারনেট একদম ফ্রী! রবি প্রিপেইড, পোস্টপেইড এবং এসএমই সাবস্ক্রাইবার, যারা ১ মে, ২০১৪ অথবা এর আগে থেকে সিম বন্ধ রেখেছেন, তারা এই ক্যাম্পেইন এর জন্য উপযোগী। অফারে থাকছে অনেক কিছু।
অফারটির বিস্তারিতঃ
  • অফারটি পেতে হলে, আপনার সিম অবশ্যই ১ মে, ২০১৪ অথবা এর আগে থেকে বন্ধ থাকতে হবে।
  • এই অফারে ১ জিবি ৩জি ইন্টারনেট একদম ফ্রী!
  • ১ জিবি পেতে হলে, ১১টাকা বা বেশি রিচার্জ করতে হবে। (শুধুমাত্র ইজিলোড এর মাধ্যমে)
  • ১জিবি বোনাস ডাটার মেয়াদ ৩দিন।
  • ডাটা বোনাস চেক করতে ডায়াল করুন *8444*88#
  • বিশেষ ট্যারিফে ০.৫ পয়সা/সেকেন্ড রবি নাম্বারে
  • বিশেষ ট্যারিফে ১ পয়সা/সেকেন্ড যেকোনো অপারেটরে।
  • এছাড়া লোকাল এসএমএস ৫ পয়সা অন-নেট ও ৫০পয়সা অফ-নেট নাম্বারে।
  • এই অফারটি প্রিপেইড ও পোস্ট-পেইড, দুটোতেই প্রযোজ্য হবে।

সিটিসেল বন্ধ রিম অফার

সিটিসেলে রয়েছে নতুন বন্ধ সিম নয়, রিম অফার! এখন বন্ধ সিটিসেল প্রি-পেইড সংযোগ চালু করলেই পাচ্ছেন, ২৫ পয়সা/মিনিট যেকোনো সিটিসেল নাম্বারে এবং ৬৫ পয়সা/মিনিট যেকোনো অপারেটরে। সাথে আরও অনেক কিছু!
অফারটির বিস্তারিতঃ
  • অফারটি আপনার রিমের জন্য প্রযোজ্য কিনা, তা জানতে Check লিখে 4567 তে সেন্ড করুন।
  • এই অফার চলাকালিন, রিম রিপ্লেসমেন্ট সম্পূর্ণ ফ্রী! পরে করলে ১৫০ টাকা ।
  • স্পেশাল ট্যারিফে ২৫ পয়সা/মিনিট যেকোনো সিটিসেল নাম্বারে।
  • স্পেশাল ট্যারিফে ৬৫ পয়সা/মিনিট যেকোনো অপারেটরে।
  • স্পেশাল ট্যারিফে ১০ সেকেন্ড পালস।
  • স্পেশাল ট্যারিফে এসএমএস ৫০ পয়সা যেকোনো অপারেটরে।

সিটিসেল জুম আলট্রা বন্ধ রিম অফার

সিটিসেল তাদের জুম আলট্রা বন্ধ রিমে দিচ্ছে ধামাকা অফার! বন্ধ সিম অফারে তারা ঘোষণা করেছে নতুন প্যাকেজ। আর বন্ধ সংযোগ চালু করলেই পাবেন ৩০০ টাকা বোনাস! এই অফার,  সিটিসেল প্রিপেইড জুম ও জুম আলট্রার জন্য প্রযোজ্য।
অফারটির বিস্তারিতঃ
  • এই অফার সিটিসেল প্রিপেইড জুম ও জুম আলট্রার জন্য প্রযোজ্য, যারা ৩০ এপ্রিল বা, তার আগে রিম ব্যবহার করেন নি।
  • গ্রাহক ৩০০ টাকা রিচার্জে তৎক্ষণাৎ ৫০ টাকা বোনাস পাবেন। অর্থাৎ ৩০০ টাকা রিফিল করলে, ৩৫০ টাকা হবে।
  • বন্ধ সিমে পাওয়া বোনাস ৫০ টাকার মেয়াদ ৫ দিন হিসেবে প্রযোজ্য হবে।
  • বোনাসটির বাকি টাকা ৫ মাসে কিস্তিতে পাবেন, এজন্য প্রতি মাসে নিম্নে ২৭৫ টাকার নেট প্লান নিতে অহবে।
  • অফারটি সীমিত সময়ের জন্য। অতিরিক্ত ব্যবহারে চার্জ প্রযোজ্য। ভ্যাট প্রযোজ্য।
  • অফারটিতে উপরের Ultra Privilege প্লান উপভোগ করতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত প্লান এর নাম লিখে 9669 এ সেন্ড করুন।

বাংলালায়ন ওয়াইমাক্স রিঅ্যাক্টিভেশন অফার

আপনারা বাংলালায়নকে এখন আসন সিংহ বলতে পারেন! :P কারণ তারাই অসাধারণ রিঅ্যাক্টিভেশন অফার নিয়ে হাজির হয়েছে। এই পোস্টপেইড অফারে ৮ দিনের জন্য ১ জিবি ইন্টারনেট একদম ফ্রী! সাথে আরেকটি ধামাকা থাকছে... পূর্বের সকল বিল, টাকা-পয়সা পুরাই মাফ! :)
অফারটির বিস্তারিতঃ
  • পোস্টপেইড রিঅ্যাক্টিভেশনে আপনি ১৯ সেপ্টেম্বর-২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিন ফ্রী ইন্টারনেট পাবেন।
  • এই ফ্রী ইন্টারনেট মোট ১ জিবি ডাটা। স্পীড ১ এমবিপিএস।
SpeedUsageValid tillRent
1 Mbps1 GBSept 26, 2014Free
  • অফারটি উপভোগ করতে হলে, আপনার কানেকশন কমপক্ষে ৫০ দিন বা, তার বেশি বন্ধ থাকতে হবে।
  • মোট ১ জিবি ইন্টারনেট ডাটা অটোমেটিক গ্রাহকের কাছে পৌঁছে যাবে।
  • যদি গ্রাহক তার User ID/Password ভুলে যান, তাহলে কাস্টমার কেয়ার 01847090373 তে আপনার MAC অ্যাড্রেস এসএমএস করে জেনে নিতে পারেন।
  • আর কোন অফার সম্পর্কে সঠিক না বুঝলে নিচে কমেন্ট বক্স আছে, যা কিছু আরও জানার দরকার তা মন্তব্য করুন। ধন্যবাদ।

Saturday, September 6, 2014

ইন্টারনেটের মাধ্যমে আয় করার সেরা পথগুলোর মধ্যে একটি সেরা পথ তুলে ধরলাম নতুনদের জন্য

বার দেখা হয়েছে

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টপটিউনার মাসুম রানা'
Sponsored টিউন by Techtunesu.Tk
ইন্টারনেট ব্যবহার করে অনেক ভাবে অর্থ উপার্জণ করা যায়। কেউ অন্য কাজের পাশাপাশি ইন্টারনেট থেকে অতিরিক্ত আয় করেন, কেউ একেই পেশা হিসেবে ব্যবহার করেন এবং অন্য পেশার থেকেও বেশি আয় করেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকতে পারে আয়ের বিভিন্ন পথের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য কিংবা লাভজনক।
ইন্টারনেট ব্যবহার করে আয় করার জন্য গুগল এডসেন্স অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। আপনি নিশ্চয়ই জানেন সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে গুগলের তুলনা নেই। ইন্টারনেটে বিজ্ঞাপন থেকে আয় করে তারা বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিস্ঠান। ইন্টারনেট বিজ্ঞাপনের একটি অংশ এডসেন্স। গুগল এডসেন্স নিয়ে ইতিপূর্বে অনেক লেখা ইতিমধ্য আছে. আমি আমার মত করে লিখলাম যাতে নতুনদের কাজে লাগে। যারা এডসেন্স ব্যবহার করেন তারা অনেকেই হয়তো ব্যাপারটা জানেন। তবুও শেয়ার করছি নতুনদের জন্য।
প্রথমেই প্রশ্ন করা স্বাভাবিক, এডসেন্স কি ? এককথায় এডসেন্স হচ্ছে ওয়েব সাইটে বিজ্ঞাপন রাখার জন্য গুগলের একটি পদ্ধতি। আপনি বিভিন্ন ওয়েব সাইটে নিশ্চয়ই বিভিন্ন লিংক দেখেছেন যার পাশে Ads by Google লেখা। এগুলিই এডসেন্স বিজ্ঞাপন। আপনার ওয়েব সাইটে এই বিজ্ঞাপন পাওয়ার জন্য এডসেন্স এর রেজিষ্ট্রেশন করাই যথেষ্ট। এরপর ওয়েব পেজে কোন ভিজিটর যখন কোন লিংকে ক্লিক করবেন তখন সেই সাইটের মালিক হিসেবে আপনি টাকা পাবেন। প্রতি ক্লিকের জন্য কয়েক সেন্ট থেকে শুরু করে কয়েক ডলার পর্যন্ত। মাসে আয় হতে পারে কয়েকশ ডলার থেকে কয়েক হাজার ডলার। ফল পাওয়া যায় সাথে সাথে।
এডসেন্স কিভাবে কাজ করে জানার জন্য আরো কিছু বিষয়ে ধারনা থাকা প্রয়োজন। যেমন গুগল এডওয়ার্ডস। কোন কোম্পানী বা ব্যক্তি যদি গুগলকে ব্যবহার করে ইন্টারনেটে বিজ্ঞাপন দিতে চান তাহলে তাকে বলতে হয়, আমি অমুক বিজ্ঞাপন অতদিনের জন্য দিতে চাই, প্রতি ক্লিকের জন্য অত পরিমান টাকা দেব। তাদের সাথে গুগলের চুক্তি এটুকুই। এটাই এডওয়ার্ডস।
ধরুন কোন কোম্পানী তার পন্যের বিজ্ঞাপনের জন্য গুগলের সাথে যোগাযোগ করল মাসে ১০ হাজার ডলারের। প্রতি ক্লিকে তারা ১ ডলারের বেশি দেবে না। গুগল তাদের বিজ্ঞাপনকে বিভিন্ন ওয়েব সাইটে পাঠিয়ে দেয়। আপনি এডসেন্সের সদস্য হলে আপনার ওয়েব সাইটেও সেটা পেতে পারেন। কেউ সেই লিংকে ক্লিক করলে আপনার একাউন্টে ১ ডলার হিসেব জমা হবে। আপনি যে কোন সময় আপনার হিসেব জানার সুযোগ পাবেন। মাসে একবার যদি বিল করতে চান তাহলে বিল করলে আপনার ঠিকানায় চেক পাঠাবে গুগল।
এখানে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, যে কোম্পানীর এডসেন্স বিজ্ঞাপন সে জানে না তার বিজ্ঞাপন কোথায় দেখা যাবে। আপনিও কখনো নিশ্চিত হওয়ার সুযোগ পাবেন না ঠিক কোন বিজ্ঞাপন আপনার সাইটে পাবেন। যেহেতু বিভিন্ন বিজ্ঞাপনের জন্য মুল্য বিভিন্ন রকম, আপনার ওয়েব সাইটে প্রতি ক্লিকের জন্য ভিন্ন ভিন্ন অর্থ পেতে পারেন। আপনার রিপোর্ট দেখে জানতে পারেন কোন ক্লিকের জন্য কত জমা হয়েছে। অভিজ্ঞতা বাড়লে কম টাকার ক্লিকের থেকে বেশি টাকার ক্লিকের বিজ্ঞাপনে বাছাইএর ব্যবস্থা করা যায়। তবে আগেই জানিয়ে রাখা ভাল, প্রতি ক্লিকে বেশি টাকা হলেই আপনি বেশি টাকা পাবেন এমন নিশ্চয়তা নেই। ভিজিটর যদি বেশি টাকার বিজ্ঞাপনে ক্লিক করার চেয়ে কম টাকার লিংকে নিয়মিত ক্লিক করে তাহলে আপনার আয়ের সম্ভাবনা বেশি। মুল বিষয় হচ্ছে আপনার ওয়েব সাইটে ভিজিটর যত বেশি, ক্লিক করার সম্ভাবনা তত বেশি এবং আয় তত বেশি।
কাজটি কিভাবে করা সম্ভব দেখা যাক। আপনার একটি ওয়েব সাইট থাকতে হবে। এখনও যদি না থাকে তাহলেও এই মুহুর্তেই সেটা শুরু করতে পারেন।
১. Blogger.com সাইটে গিয়ে একটি ব্লগ তৈরী করুন। কয়েকটি ক্লিক করাই যথেষ্ট। এজন্য আপনার একটি ইমেইল এড্রেস প্রয়োজন হবে।
২. পছন্দমত টেম্পলেট বাছাই করুন। বিভিন্ন ওয়েব সাইটে নানা ধরনের ব্লগার টেম্পলেট পাওয়া যায়। পছন্দমত কোন একটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। শুরুতেইকরতে হবে এমন কথা নেই, যে কোন সময় টেম্পলেট পরিবর্তন করে ওয়েব সাইটের সৌন্দর্য বাড়ানো যাবে।
৩. ব্লগ টিউন লিখতে শুরু করুন। কি নিয়ে লিখবেন ? আপনার যা ইচ্ছে। যদি গেমখেলতে ভালবাসেন গেমের রিভিউ লিখুন, মুভি দেখলে মুভির রিভিউ-খবর ইত্যাদি লিখুন। চারিদিকে লেখার মত বিষয়ের অভাব নেই।
৪. এডসেন্স একাউন্ট খুলুন। ব্লগার সাইটে এজন্য লিংক পাবেন। এখানে আপনার সাইটের ঠিকানা এবং পরিচিতি, আপনার ঠিকানা এসব তথ্য দিয়ে ফরম পুরন করতে হবে। এই ঠিকানায় আপনার নামে চেক পাঠানো হবে। আপনার সাইটে কোথায়, কোন ধরনের বিজ্ঞাপন দেখা যাবে সেটা সিলেক্ট করলে তারাই বলে দেবে কিভাবে সেটা করতে হবে।
৫. বিভিন্ন সার্চ ইঞ্জিনে গিয়ে আপনার ব্লগের পরিচিতি লিখে দিন। ফলে সার্চ করে আপনার ব্লগ পাওয়া যাবে। বিভিন্ন ওয়েব সাইটে, সোস্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রচার বাড়ান।
অল্প কথায় কাজ এই টুকুই। এরপর একটু একটু করে আরো জানতে চেষ্টা করুন কিভাবে সাইটকে আরো উন্নত করা যায়, কিভাবে ভিজিটর বাড়ানো যায়, বিজ্ঞাপন কিভাবে রাখলে বেশি আয় করা যায়।
এখানে কিছু সাধারন তথ্য উল্লেখ করা হচ্ছে:
১. ক্লিক করলেই আয় হয় একথা ভেবে নিজেই বারবার ক্লিক করবেন না। গুগল খুব সহজেই আপনার ক্লিক এবং ভিজিটরের ক্লিক চিনতে পারে। সেক্ষেত্রে আপনার এডসেন্স রেজিষ্ট্রেশন বাতিল করা হবে।
২. বেশি ভিজিটর পাওয়ার সবচেয়ে ভাল পদ্ধতি ভাল ওয়েবসাইট তৈরী। অন্যভাবে, ভিজিটরের আগ্রহ থাকে এমন বিষয় রাখা। ভুলে যাবেন না গুগল মুলত সার্চ ইঞ্জিন। কোন ওয়েব সাইট সম্পর্কে মানুষের আগ্রহ বেশি, কোথায় কত ভিজিটর যায়, কতক্ষন থাকে, কি করে এসব তথ্য তাদের চেয়ে ভাল অন্য কেউ জানে না। তাদের ঠকাতে চেষ্টা করবেন না। সাইটের প্রচার এবং মুল সাইটের বিষয়ের মধ্যে গড়মিল করবেন না।
৩. আপনার সাইটে বিজ্ঞাপন পাবেন সাইটের বিষয়ের সাথে মিল রেখে। যেমন বইয়ের সাইট হলে বিভিন্ন প্রকাশক, বই বা বিক্রেতার বিজ্ঞাপন, ফটোগ্রাফি সাইট হলে ক্যামেরা, নির্মাতা বা বিক্রেতার বিজ্ঞাপন ইত্যাদি। এডসেন্সে সাধারনভাবে মানুষের আগ্রহ রয়েছে এমন কিওয়ার্ড ব্যবহার করুন এবং আপনার সাইটেও সে সম্পর্কিত তথ্য রাখুন।
৪. বিনে টাকায় শুরু করার জন্য গুগলের ব্লগার অবশ্যই ভাল যায়গা। আপনার কোন খরচই নেই। তাহলেও দীর্ঘ্যস্থায়ী সাইটের জন্য নিজস্ব ডোমেইন নেম, নিজস্ব হোষ্ট থাকাই ভাল। সেক্ষেত্রে ব্লগার ছাড়াও ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদি ব্যবহার করা যেতেপারে। ব্লগার সহজ, কিন্তু ব্লগারের তুলনায় এগুলিতে কাষ্টমাইজ করার সুবিধে অনেকবেশি।
জানার জন্য এটুকু উল্লেখ করা যায়, ওয়ার্ডপ্রেসে ব্লগ তৈরী করতে খরচ নেই কিন্তু সেখানে গুগলের বিজ্ঞাপন ব্যবহার করা যায় না। আর জুমলায় ফ্রি হোষ্টিং এর ব্যবস্থা নেই। ব্লাগার ছাড়াও আরো কিছু সাইট ফ্রি হোষ্টিং এর সুবিধে দেয়। এদেরমধ্যে Tumblr এরই মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
৫. সাধারনত বিজ্ঞাপন দেয়া হয় বিক্রির জন্য (পন্য অথবা সেবা)। ইন্টারনেটে বিজ্ঞাপনের ক্ষেত্রে অনলাইন লেনদেন এর সম্ভাবনা বেশি। অথচ বাংলাদেশে অনলাইনে কেনা কাটার ব্যবস্থা নেই। অন্যভাবে বললে, বাংলাদেশ থেকে কেউ কিছু কেনার জন্য সাধারনত বিজ্ঞাপনে ক্লিক করে না। কাজেই বাংলায় ওয়েবসাইট তৈরী করলে এমনিতেই ক্লিকের সম্ভাবনা কমে যায়। যদি সম্ভব হয় সারা বিশ্বের জন্য ইংরেজিতেওয়েবসাইট তৈরী করুন।
নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে, নিজের খরচ চলার মত আয় পেতে কতটা সময় লাগতেপারে ?
খুবই গুরুত্বপুর্ন প্রশ্ন। এতে এমন জাদুকরী কিছু নেই যে রাতারাতি আপনি হাজার ডলার আয় করবেন। হাজার ডলার আয়ের জন্য অন্তত দুই তিন বছর ক্রমাগত চেষ্টা করে ওয়েব সাইট উন্নত করার চেষ্টা করতে হতে পারে। এটুকু বলা যায়, এক সময় ফল পাওয়া যাবেই। কাজেই দেরী না করে শুরু করাই উত্তম। এখনও যাকিছু শিখতে বাকি আছে সেগুলি ক্রমে শিখে নেয়া যাবে। উন্নত মানের ওয়েব সাইট তৈরী, ওয়েব সাইটের প্রচার বাড়ানো, সার্চ ইঞ্জিন যেন সহজে খুজে পায় সে ব্যবস্থা করা (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও), এডসেন্স বাছাই করা, নির্দিষ্ট এডসেন্স ব্লক করা, এডসেন্স ছাড়াও আয়ের অন্যান্য পদ্ধতি ইত্যাদি বিষয়ে নিয়ে আগামীতে আলোচনা করব  ইনশাআল্লাহ্‌।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টপটিউনার মাসুম রানা'
Sponsored টিউন by Techtunesu.Tk