বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Showing posts with label আই ফোন. Show all posts
Showing posts with label আই ফোন. Show all posts

Wednesday, September 10, 2014

আপনার iPhone,iPod ,iPad এ গান ,ভিডিও, অ্যাপ লোড করুন iTunes ছাড়া !

বার দেখা হয়েছে

আসালামু আলাইকুম ।
অনেক দিন পর আবার টিউন করতে বসলাম . কেমন অাছেন ? অাশাকরি অাল্লাহর রহমতে ভালই অাছেন।
আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনি আপনার   iPhone, iPod , iPad  এ গান ,ভিডিও, অ্যাপ লোড  করতে  পারবেন  iTunes  ছাড়া ।
প্রথমে , সফটওয়ার টি ডাউনলোড করে নিন। তারপর স্বাভাবিক ভাবে ইন্সটল করুন।
সফটওয়ার টি রান করুন ......
iOS Device Management
Application Market of Appandora
Music Management for iPod/iPad/iPhone
Video Management for iPod/iPad/iPhone
Photo Management for iPod/iPad/iPhone
Apps Management for iPod/iPad/iPhone
File System Management for iPod/iPad/iPhone
Manage Contacts, Notes, Bookmarks and Messages
আজ এ পর্যন্ত কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আর  পোস্ট টি   ভাল লাগলে

Tuesday, September 9, 2014

আপনি জানেন তো ? আজই আসছে আইফোন ৬

বার দেখা হয়েছে

কেমন আছেন আপনেরা সবাই?
এখন আমি যে বিষয় আপনদের সামনে তুলে ধরবো তা আর কিছুই নয়।
বহু প্রতীক্ষিত Iphone 6

বতমান বিশ্বে অনেক মোবাইল কোম্পানির মধ্য Apple একটি অন্যতম কোম্পানি। দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আর এই জনপ্রিয়তা টিকিয়ে রাখতেই Apple ভিবিন্ন ISO,IPHONE.IPOD,IPAD,LAPTOP ইত্যাদি পণ্য রিলিজ করেছিল।
আর এই ধারাকেই বজায় রাখতে Apple আবারও তাদের নতুন Device রিলিজ করতে যাচ্ছে।
তাদের নতুন Device-টির নাম হচ্ছে IPHONE 6 .
বহু প্রতিক্ষিত IPHONE 6 নিয়ে অনেক দিন ধরেই অনেক জল্পনা কল্পনা হচ্ছিল অনেকের মধ্যই।
নতুন আইফোন ঘিরে অনেক জল্পনা-কল্পনার অবসান হতে পারে আজ। অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রীত আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ৬’-এর ঘোষণা হতে পারে আজ ৯ সেপ্টেম্বর। খবর রয়টার্সের।
গত আগস্টেই আজকের তারিখে একটি অনুষ্ঠানের জন্য বিভিন্ন মিডিয়াকে ‘বিশেষ অনুষ্ঠানে’ আমন্ত্রণ জানিয়েছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুপারটিনো শহরে ৯ সেপ্টেম্বরের এই অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণপত্রে অ্যাপল লিখেছিল, ‘আমরা যদি আরও বেশি জানাতে পারতাম।’
দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে গুজব রয়েছে ৪.৭ ও ৫.৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত দুটি মডেলের আইফোন আনবে অ্যাপল। তবে, অ্যাপল বরাবরই চমক দিতে পছন্দ করে। তাই এবারও অ্যাপলের চমকের জন্য অপেক্ষা করতেই হচ্ছে কিছুক্ষণ।
প্রতি বছরের সেপ্টেম্বর মাসকেই বিশেষ পণ্য উন্মোচনের জন্য বেছে নেয় অ্যাপল। বাজার বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের ব্যবসার অর্ধেকই আইফোন-নির্ভর। বর্তমানে আইপ্যাড ট্যাবলেটের জনপ্রিয়তা কমলেও আইফোন এখনও জনপ্রিয়।
অ্যাপলের কর্মকর্তারা বলছেন, এক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যটি এবার হাজির করবে অ্যাপল।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, উন্নত ডিসপ্লে, নতুন সফটওয়্যার আর নতুন নতুন ফিচারে ঠাসা থাকবে নতুন আইফোন।
যারা যারা IPhone 6 এর জন্য অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার দিন শেষ।

খবরটি প্রথম প্রকাশিত হয় প্রথম আলো পত্রিকায়

Saturday, September 6, 2014

আইফোন ৬ ক্রয়ে লাইন ধরছেন ক্রেতারা

বার দেখা হয়েছে

অ্যাপলের সর্বশেষ স্মার্টফোন আইফোন ৬ এখনো উন্মুক্ত করা হয়নি। আগামী ৯ সেপ্টেম্বর এটির ঘোষণা দিতে পারে অ্যাপল। আর এর প্রায় ১০ দিন পর শুরু হতে পারে এর বিক্রয় কার্যক্রম। কিন্তু বিভিন্ন জায়গায় স্টোরের সামনে এখনি শুরু হয়ে গিয়েছে লাইন ধরে ক্রেতাদের অপেক্ষা। নিউ ইয়র্ক এবং অস্ট্রেলিয়ার কয়েকটি স্থানে এই চিত্র দেখা গেছে।

আইফোন ৬

আইফোন ৬ (3)

নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে থাকা অ্যাপলের ফ্ল্যাগশিপ স্টোরের সামনে অপেক্ষারত বেশ কিছু ক্রেতার দেখা পাওয়া গিয়েছে। সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার ওই স্টোরের এক কর্মীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সেখানে অপেক্ষারত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওই কর্মী জানান, “আমরা বুঝতে পারছিনা তারা কেন সেখানে অবস্থান করছেন। এমনকি তারা নিজেরাও জানেন না তাদের অবস্থানের কারন কি। আমরা এখনো কিছু ঘোষণা করিনি।”
তবে মজার ব্যাপার হচ্ছে, বর্তমানে অন্যের জন্য লাইন ধরে বেশ ভাল পরিমানে আয় করছেন অনেক ব্যক্তি। উপরে উল্লেখিত স্টোরের একদম সামনে থাকা দুইজন ব্যক্তিও একইভাবে অন্যের জন্য লাইন ধরে বসে আছেন। আর এজন্য তাদের ২৫০০ ডলার পরিশোধ করা হয়েছে। তাঁরা পাঁচ বছর ধরে এই কাজ করছেন। আর কেবল অ্যাপল পণ্যের লাইন ধরেই আয় করেছেন ৭০০০ ডলার।

আইফোন ৬

আইফোন ৬ (1)

এই ব্যবসা বর্তমানে বেশ রমরমা অবস্থায় রয়েছে। অবাক করার মত বিষয় হল, বর্তমানে লাইন ধরার জন্য প্রফেশনাল সার্ভিসও রয়েছে। এমনই এক প্রতিষ্ঠান Same Ole Line Dudes। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যেই তাঁরা আইফোন ৬ এর জন্য সাতটি আদেশ পেয়েছে।

আইফোন ৬ এর বিস্তারিত (প্রিভিউ)

বার দেখা হয়েছে


২০১৪ সালে বহুল আকাঙ্ক্ষিত ফোনের নাম আইফোন ৬ । এই বছরের শুরু থেকেই চলছে ফোনটির নানা খবর এবং গুজব প্রকাশের ঘটনা। বিভিন্ন সময় বিভিন্ন তথ্য প্রকাশ করে সংবাদ মাধ্যমগুলোও বিভ্রান্ত করেছে সাধারণ মানুষকে। একই সাথে আগ্রহীরা এটির নানা ফিচার সম্পর্কে জানতেও এতদিন উদগ্রীব হয়ে ছিলেন।
আর সকল জল্পনা কল্পনা শেষে অ্যাপল জানিয়েছে, চলতি মাসের ৯ তারিখেই তাঁরা উন্মুক্ত করতে যাচ্ছে আইফোন ৬ 
আইফোন ৬ (4)

৯.৯.২০১৪
আইফোন ৬ এর লঞ্চিং করা হবে ৯ তারিখ। আর অন্যান্য সময়ের মতই অ্যাপল এবারও সকল সংবাদমাধ্যমে ইভেন্টটির আমন্ত্রনপত্র পাঠিয়ে দিয়েছে। এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে ডি আনযা কলেজ ক্যাম্পাসে।
বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিভিন্ন মাধ্যমে আরও বলা হচ্ছে, একই দিনে প্রদর্শন করা হতে পারে অ্যাপলের স্মার্টওয়াচ।
কবে থেকে বাজারে পাওয়া যাবে ?
এটি এখনো নিশ্চিত নয়। তবে অনেক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, এ মাসের ১৬ থেকে ১৯ তারিখের মধ্যেই এটি ছাড়া হতে পারে। আপনি যদি আইফোনের পূর্বের মডেলগুলোর দিকে খেয়াল করেন তাহলে দেখবেন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকে হিসেব করে দ্বিতীয় শুক্রবারেই সেটি বাজারে ছাড়া হয়েছিল।

ফিচার:

এবার নজর দেওয়া যাক এর ফিচারের দিকে।
ডিজাইনঃ আইফোন ৬ আইফোন ৫ এস এর তুলনায় আরও হাল্কা এবং স্লিম। ফোনের পাশে থাকা ভলিউম বাটন দেখতে অনেকটা ক্যাপস্যুলের মত। এর আগে আইফোনের ২০০৭ সংস্করণে একই রকম ভলিউম বাটন ব্যবহার করা হয়েছিল। আর ডান পাশে সিম কার্ড স্লটের উপর রয়েছে পাওয়ার বাটন।

আইফোন ৬

আইফোন ৬ (3)




আইফোন ৬ (1)


আইফোন ৬ (1)
ডিসপ্লেঃ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার ব্যাপার হচ্ছে এবারই প্রথম আইফোনের দুটি সংস্করণ একত্রে আনা হচ্ছে। এর একটিতে থাকছে ৪.৭” ডিসপ্লে এবং অপরটিতে ৫.৫” ডিসপ্লে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, ৫.৫” ডিসপ্লে যুক্ত আইফোনের নামকরণ করা হবে আইফোন ৬ এল। এখানে L দিয়ে Large বোঝানো হচ্ছে।
দুটি মডেলেই থাকবে কার্ভড ডিসপ্লে। যদিও বিভিন্ন সময় শোনা গিয়েছিল, স্ক্রিন তৈরিতে ব্যবহার করা হবে স্যাফায়ার ডিসপ্লে। এটি বিভিন্ন আঘাত এবং স্ক্র্যাচ প্রতিরোধ করতে সক্ষম। বর্তমানে আইফোন ৫ এস এর ক্যামেরা এবং হোম বাটন প্রতিরোধে ব্যবহার করা হচ্ছে স্যাফায়ার ক্রিস্টাল।
জানা গেছে, ৪.৭ ইঞ্চি আইফোনের স্ক্রিন রেজ্যুলেশন হতে পারে ১৭০৪X৯৬০ পিক্সেল। এতে পিক্সেল ডেনসিটি ৪১৬ পিক্সেল পার ইঞ্চি। অন্য একটি সূত্র থেকে জানানো হয়েছে, এর স্ক্রিন রেজ্যুলেশন হবে ৮২৮X১৪৭২ পিক্সেল।
অন্যদিকে, বড় ডিসপ্লের আইফোনের ফুল এইচডি রেজ্যুলেশন সমর্থন করবে এবং এটির প্রতি ইঞ্চিতে পিক্সেল ঘনত্ব ৪০১। অন্যান্যবারের মত এবারও থাকবে রেটিনা ডিসপ্লে প্রযুক্তি।
প্রসেসরঃ স্মার্টফোনের একটি অন্যতম দিক হচ্ছে এর প্রসেসর। আর বরাবরের মত এবারও এই দিকটি নিয়ে বেশ সচেতন অ্যাপল। এতে থাকতে পারে ৬৪ বিট A8 প্রসেসর। জানা গেছে, এটি একটি ডুয়েল কোর প্রসেসর যার প্রতিটি অংশ ২ গিগাহার্জ গতিতে কাজ করতে পারে। সাথে থাকবে ১ জিবি র‍্যাম। এছাড়া এর সাথে একটি কো-প্রসেসরও থাকতে পারে যার কোডনেম হতে পারে Phosphorous।
Phosphorous ব্যারোমিটার এবং এয়ার প্রেসার সেন্সর থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাঠিয়ে দিবে প্রসেসরে যার সাহায্যে অ্যাপল হেল্‌থকিট ব্যবহারকারীর সম্পর্কে বিভিন্ন প্রদর্শন করবে। এছাড়া নতুন এই প্রসেসর ব্যাটারি লাইফ আরও বাড়াবে। আর ৪.৭ ইঞ্চি ডিসপ্লে আইফোনের তুলনায় আইফোন এল এ থাকবে আরও শক্তিশালী প্রসেসর।
গ্রাফিক্সঃ গ্রাফিক্স নিয়ে ব্যবহারকারীরা সবসময়ই সচেতন। আর এই বিষয়টি মাথায় রেখে অ্যাপল জোট বেঁধেছে ইমেজিনেশন টেকনোলোজির সাথে। এই প্রতিষ্ঠানের PowerVR গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে বিভিন্ন অ্যাপল ডিভাইসে। আর তাই আইফোন ৬ এ একই ধরণের সিরিজ ৬ প্রসেসর ব্যবহার করা হতে পারে।
আইফোন ৬ (2)

ক্যামেরাঃ একটি সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এতে থাকবে সনির তৈরি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। তবে অন্য একটি সূত্র থেকে জানা গেছে, আইফোন ৫ এস এ ব্যবহার করা ৮ মেগাপিক্সেল ক্যামেরাই থাকবে এতে।
ব্যাটারিঃ ৪.৭ ইঞ্চি আইফোন ৬ এ ব্যবহার করা হতে পারে ১৮১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৫.৫ ইঞ্চি আইফোন ৬ এ থাকবে ২৯১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
মূল্যঃ আইফোন ৬ এর মূল্যের ব্যাপারে এখনো কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, ৪.৭ ইঞ্চি ডিসপ্লের আইফোনের মূল্য ১৯৯ ডলার এবং ৫.৫ ইঞ্চি ডিসপ্লে যুক্ত মডেলের মূল্য হতে পারে ২৯৯ ডলার।

দেখে নিন iPhone Air (iPhone 6)

বার দেখা হয়েছে

আসছে না iPhone 6 আসছে iPhone Air বর্তমান সময় স্মার্টফোন এর ব্যাপক প্রতিযোগিতা পূর্ন বাজারে এপল তার আধিপত্য বযায় রাখতে আনছে নতুন চমক iPhone Air দেখে নিন কেমন হতে পারে iPhone Air
iphone-6-air-820x420
Apple-iPhone-Air
iphone-air
iphone-air-concept

আর হ্যা এটি শুধু মাত্র কন্সেপ্ট এখন iPhone 6 কেমন হবে তা বলেনি এপল । ভালো লাগলে কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ।

সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই চেক করে নিবেন

বার দেখা হয়েছে



বাংলাদেশের বাজারে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনাটা বিরাট ঝুকিঁর ব্যাপার। একটু সাবধান না হলে বেশীরভাগ ক্ষেত্রেই আপনাকে অবধারিতভাবে ঠকতে হবে।  কারন আপনাকে কোন ধরনের ওয়ারেন্টি দেয়া হবে না, কোন মানি ব্যাক গ্যরান্টি পাবেন না। মানে কেনার সময় যা দেখার দেখে নিবেন, পরে আর কোন আপত্তি গ্রহন করবে না কেউ অবশ্য বসুন্ধরার দোকানগুলোতে নাকি ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি দেয়। তাই ওরা দামও বেশী রাখে।
ঢাকাতে বেশ কয়েকটা সংঘবদ্ধ চক্র আছে যারা শুধুমাত্র আইফোন চুরি করে অন্যত্র বিক্রি করে দেয়। সুতরাং সাবধান না থাকলে দেখা যাবে, কোন না কোন ফিচার কাজ করছে না বা আইফোন ক্লাউডে লকড। সবকিছু ঠিক থাকলেও দেখা যাবে ফোন চোরাই মাল।  তখন মান সন্মান নিয়ে টানাটানি এমনকি কপালের ফেড়েঁ পড়ে জেলের ঘানিও টানতে হতে পারে। তাই  ইন্টারনেট থেকে ঘাটাঁঘাটি করে আমার নিজের বানানো একটা চেক লিষ্ট দিলাম। আমার জানা মতে বাংলাতে, বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপট অনুযায়ী এই রকম লিষ্ট এর আগে কেউ দেয় নাই। অন্তত আমি গুগলে অনেক ঘেটেওঁ পাই নাই।
এই লিস্ট পুরোপুরিভাবে ফলো করতে পারলে ঠকার সম্ভবান নাই বল্লেই চলে।শুধু একটা সেফটিপিন আর ইন্টারনেট একটিভ আছে এমন একটি মাইক্রো সিম সাথে করে নিয়ে যাবেন। এই দুইটা জিনিস আইফোন চেক করতে কাজে লাগবে। আইফোনের সাথে যদি বিক্রেতা ইয়ারফোন অফার না করে তবে একটা ইয়ারফোনও সাথে নিন।
Check  List for buying 2nd hand iPhone by Proloy Hasan:
লাষ্ট আপডেটঃ  23.07.2014
কিনতে যাবার আগে যে মডেলের আইফোন কিনতে চান সেটার ফিচার এবং স্পেসিফিকেশনের ব্যাপারে খানিকটা ধারনা নিয়ে তারপর যান। আর বিক্রেতাকে প্রথমেই জিগেস করবেন তার সিমে নেট একটিভ আছে কিনা। না থাকলে আপনার সিম ভেতরে ভরে কাজ শুরু করেন।
১) iCloud Accoucnt Delete: আইফোন হাতে নিয়েই আগে দেখবেন যে আইক্লাউডে লকড কিনা। ঠিকানা: [settings > iCloud > কোন একটা ইমেইল ঠিকানা যদি এখানে দেখেন তাহলে বুঝতে হবে সেট লকড। সুতরাং আইফোন বুঝে নেবার আগে অবশ্যই বিক্রেতাকে বলবেন আপনার সামনে এই একাউন্টটা ডিলিট করে দিতে। সবার নীচে ডিলিটের অপশন আছে। যদি এটা বলতে ভুলে যান বা বিক্রেতা কোন কারনে ডিলিট না করেই আপনাকে ফোন গছিয়ে দেয় তাহলে বুঝবেন এই ফোনের কারনে অনেক ভোগান্তি অপেক্ষা করছে আপনার জন্য।]
২. Erase all content & Settings: কেনার আগে এটা করতে পারলে তো সব চাইতে ভালো হয়। ঠিকানা: Settings > General > একদম সবার নীচে Reset > Erase all content & Settings.
৩. Find My iPhone is off: উপরের যে কোনর একটা করতে পারলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। আলাদা করে আর অফ করতে হবে না। এই এ্যাপ দিয়ে ফোন ট্র্যাকিং করা হয়। সুতরাং চোরাই মাল হলে আর এটা অন থাকলে আপনি মহাবিপদে পড়তে পারেন।
৪. HDD Capasity: কেনার আগে আইফোনের স্টোরেজ চেক করে নিবেন যে যত গিগা বিক্রেতা বলছে তত গিগা আছে কিনা। দেখা যাবে Settings > General > About ঠিকানায় গিয়ে।
৫. Exterior including Screws + Gavey SIM tray + Turbo Unlock: আইফোনের বাইরের আবরন বা খাপটা ভালো করে দেখবেন যে বড় ধরনের কোন স্ক্রাচ বা দাগ আছে কিনা। বিশেষ করে স্ক্রু গুলো চেক করে দেখবেন যে খোলা হয়েছে কিনা। খোলা হলে স্কুর মাথায় দাগ থাকবে। আর সিম ট্রে বের করে ভালো করে দেখবেন যে ট্রের উপরে কোন ছোট সার্কিট লাগানো আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন এটা গেভে আনলক করা। ফ্যাক্টরি আনলক নয়। গেভে আনলক করা আইফোনের দাম কম। কারন আপনার সিমের অনেক নাম্বার গেভেতে কাজ করবে না, যেমন: মোবাইলের ব্যালান্স চেক করতে পারবেন না, সবচে বড় সমস্যা হলো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন ফোন আবার ফ্যাক্টরি লকড হয়ে গেছে। এই সমস্যা বেশী হয় ফোনের ওএস আপডেট দেবার পর। টারবো আনলকেও এই সমস্যা হয়। অবশ্য বিক্রেতা সাধারনত আগেই বলে দিবে আপনাকে যে ফোনটা টারবো বা গেভে আনলক কিনা।
গ্যাভে বা টারবো আনলক বা R-sim আনলক ইত্যাদি দুই নম্বরি আনলক পদ্ধতি সমন্ধে বিস্তারিত জানতে গুগলিং করে দেখুন।
৬. iTunes Log on with my id:  নিজের যদি এ্যাপেল আইডি থাকে, তবে বিক্রেতার সামনে সেটা দিয়ে লগ ইন করবেন। দরকার হলে একটা এ্যাপ নামিয়েও দেখবেন। (Battery Doctor নামে একটা ফ্রি এ্যাপ আছে। ওটা নামাতে পারেন। ওটা দিয়ে আইফোনের ব্যাটারির ১৪ গোষ্ঠির খবর নেয়া যায়। আইফোন ফুল চার্জ হতে কত সময় নেবে এবং কত সময় ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে, সেটা এই এ্যাপের মাধ্যমে জানা যাবে।
৭. Data Syncing & charging at the same time: ভালো হয় সাথে করে একটা ল্যাপটপ নিয়ে যেতে পারলেও। তাহলে এই ফিচারটা চেক করে দেখা যায় যে আইফোনটি একইসাথে সিংক হচ্ছে আর চার্জ হচেছ কিনা। আর যদি একান্তই ল্যাপি না নিয়ে যেতে পারেন তো অন্তত পাওয়ার এডাপটার দিয়ে চার্জ করে দেখেন যে ফোন ঠিকমতো চার্জ হয় কিনা।
৮. Make a call: যে আইফোনটি কিনতে চাচ্ছেন সেখান থেকে ফোন করে কথা বলুন কারো সাথে। দেখুন মাইক্রোফোন আর সাউন্ড আউটপুট ঠিকমতো কাজ করে কিনা।
৯. Send a text: এসএমএস পাঠান।
১০. Headphone Jack: ইয়ারফোন লাগিয়ে গান শুনে দেখুন ইয়ার ফোনের জ্যাক ঠিক আছে কিনা।
১১. Audio/Video: অডিও ভিডিও প্লেব্যাক চেক করুন।
১২. Still Picture/ Movie Recording: ক্যামেরা দিয়ে স্টিল ছবি তুলুন এবং ভিডিও করে দেখুন সব কাজ করে কিনা।
১৩. Voice Memo Recording: দেখুন আপনার ভয়েস রেকর্ড করা যায় কিনা। আইফোনে একটা বিল্ট ইন এ্যাপ থাকে এটার জন্য। নাম Voice Memo.
১৪.  ফোনের IMEI নাম্বার দিয়ে ফোনের বয়স চেক করুন। http://www.iphoneox.com  এই ওয়েব সাইটে যান। এরপর যে ফোন কিনতে চান সেটার IMEI নাম্বার দিয়ে দেখুন নীচের ছবিতে দেয়া তথ্য পাবেন।  প্রতিটি তথ্য খুব মনোযোগ দিয়ে পড়বেন এবং দেখবেন যে বিক্রেতার কথার সাথে সেগুলো মেলে কিনা। ফোনটি কবে কেনা হয়েছে একদম দিন তারিখসহ সব দেখতে পাবেন। IMEI নাম্বার পাওয়া যাবে Settings > General > About > নীচের দিকে IMEI নাম্বার আছে। সিম ট্রের সাথে IMEI নম্বর ম্যাচ করে কিনা চাইলে সেটাও চেক করে দেখতে পারেন। কারন আইফোন ৪ ও ৪ এসের সিম ট্রেতে আইএমইআই নাম্বার খোদাই করা থাকে। এর পরের সবগুলো মডেলে সেটের পেছনে পাবেন। ম্যাচ না করলে ভাববেন হয় চোরাই মাল নাহলে থার্ড পার্টি ফ্যাকটরি রিফারবিশড।
১৫: Charging with wall charger: ওয়াল চার্জার দিয়ে চার্জ হয় কিনা দেখুন। অনেক  আইফোন ল্যাপিতে চার্জ হয় কিন্তু ওয়াল আউটপুটে হয় না। তেমনি ভাইস ভার্সা।
 ‍
আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ব্যাটারির শেষবার চার্জ টাইম আর বর্তমান চার্জ পার্সেনটেজ এদুটো আনুপাতিক হারে মিলিয়ে দেখবেন সব ঠিক আছে কিনা। ধরুন, ব্যাটারি ইউজ হচ্ছে ৩০ মিনিট ধরে অথচ স্ট্যান্ডবাই টাইম দেখাচ্ছে ১ ঘন্টারও কম সময়, তাহলে বুঝবেন ব্যাটারির আয়ু খুব বেশীদিন নাই। ঠিকানাঃ Settings -> General -> Usage.
১৬. লেটেস্ট ওএস আপডেট দেয়া আছে কিনা সেটা চেক করুন। অনেক সময় চোরাই মাল হলে চোর লেটেষ্ট আপডেট দিতে ভয় পায়/দিতে পারে না।
১৭. স্ক্রিনের বাইরে আংগুল দিয়ে টাচ করে দেখুন যে ডিসপ্লে ডিম হয়ে যায় কিনা। IF dim – Okay. NOT dim – Not Okay.
১৮. ওয়াই ফাই-ব্লুটুথ: এই দুইটা ফিচার কাজ করে কিনা দেখবেন। আশে পাশে ওয়াই ফাই না থাকলেও সমস্যা নাই আপনি শুধু দেখেন যে এই দুটা অন হয় কিনা। কারন iOS 7 আপডেট দেবার পর হাজার হাজার আইফোনের ওয়াইফাই আর ব্লুটুথ ফিচার নষ্ট হয়ে গিয়েছিলো। এবং এই কারনেও অনেকে তার আইফোনটি বিক্রি করে দিতে পারে। আর বিক্রেতার জন্য সুখকর ব্যাপার হলো, বেশীরভাগ লোকই আইফোন কিনার আাগে এই দুইটা ফিচার চেক করে দেখে না। আপনি এই ভুল করবেন না।
১৯. আইফোনের দুটো জাত আছে। GSM আর CDMA. আামর কাছে CDMA preferred. আরেকটা জাত আছে, চাইনিজ আইফোন। মানে এটা শুধুমাত্র চায়নায় বিক্রির জন্য আলাদা ভাবে এ্যাপল বানিয়ে থাকে। এইটাও কিনবেন না।
২০. পাওয়ার বাটন ঠিক মতো কাজ করে কিনা দেখবেন। অনেক সময় অতিরিক্ত ব্যবহারে পাওয়ার বাটন ঢিলা হয়ে যায় বা রেসপন্স করতে দেরী হয়।
২১. আইফোনের পাশে যে বাটনগুলো আছে, সেগুলো ভালো করে চেক করে দেখবেন সব ঠিক ঠাক মতো কাজ করে কিনা। বিশেষ করে সাইলেন্ট বাটনটা।
২২. আইফোনের ডেড পিক্সেলও চেক করতে পারেন হাতে সময় থাকলেঃ http://iphonedpt.awardspace.com/ এই সাইটে যাবেন আইফোন দিয়ে তারপর চেক করে দেখবেন স্ত্রিনে কোন কালো ডট দেখায় কিনা। এইটা অত জরুরী কিছু না।  কেননা অত্যন্ত রেয়ার কেসে আইফোন ডেড বা স্টাক (stuck) পিক্সেল থাকে।
আরেকটা কথা, আমি সব সময়ই জেলব্রোকেন ফোন কিনতে নিরুৎসাহিত করি। জেলব্রোকেনের অনেক সমস্যা সেটা নিয়ে আরেকদিন আলাদা করে টিউন দিবো।
কিভাবে বুঝবেন আইফোন জেইলব্রোকেন কিনাঃ
২১. আইফোনে সার্চ করে দেখুন  "cydia", "Absinthe", "winterboard" or "installous" নামে কোন এ্যাপ ইনসটল করা আছে কিনা। যদি থাকে তবে ভাববেন আইফোনটি জেলব্রেক করা। কিনবেন না। বা কিনতে চাইলেও দাম কম বলবেন।
সবশেষে কয়েকটা সাধারন টিপসঃ ক্যাশ টাকা নিয়ে যাবেন না।  ব্যাংকে টাকা রেখে এটিএম কার্ড নিয়ে যান। সাথে করে কাউকে নিয়ে যান। একা না যাওয়াই ভালো। ফোনের ছবি বিজ্ঞাপনে না দিলে সেটা সন্দেহজনক। বিক্রেতা বেশী তাড়াহুড়ো করলে ভাববেন কোথাও কোন ঘাপলা আছে। আপনি সময় নিয়ে ধীরে সুস্থে দেখবেন। দরকার হলে আপনি আগে থেকে বলে নিবেন যে আমার আধা ঘন্টা সময় লাগবে আইফোন চেক করতে। বিক্রেতা যদি এতে রাজী না হয় তবে সিটিএন বলে চলে আসুন। বিক্রয়.কম বা এখানেই.কম এ আইফোন হট কেকের মতো বিক্রি হয় এবং অবাক করা বাপার, বেশীরভাগই থাকে উত্তরার। এটা কেন কে জানে?
কেনার পর বিক্রেতার কাছ থেকে অবশ্যই তার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিবেন। আপনার কাছে সে আইফোন বিক্রি করেছে সেটাও সেখানে উল্লেখ থাকবে ও তার স্বাক্ষর থাকবে তারিখসহ। ভোটার আইডি কার্ড তার কিনা সেটা যথাসম্ভব যাচাই করে নিন। কৌশলে তার বাবা-মার নাম আর জন্মতারিখ জিগেস করে জেনে নিন এবং আইডি কাডের সাথে তা মিলিয়ে নিন। আইডির ছবির সাথে তার চেহারার মিল আছে কিনা দেখুন। কেননা, বিক্রেতা চোর হলে অন্য কারো ভোটার আইডি গছিয়ে দেয়াটা অস্বাভাবিক কিছু না। সবচাইতে ভালো হয়, তার বাসাটা চিনে রাখতে পারলে। তাই প্রথমেই চেষ্টা করবেন তার বাসায় গিয়ে ফোন দেখার।
কিছু মিস গেলে টিউমেন্টে জানাবেন প্লিজ। আমার  এই টিপসগুলো পড়ে কেউ যদি উপকার পান বা কারো যদি কোন ফিডব্যাক থাকে তবে জানাতে দ্বিধা করবেন না, খুব খুশী হবো। ধন্যবাদ।

Friday, September 5, 2014

”iphone – ব্যাবহারকারীদের জন্য সুবর্ন সুযোগ, ঝটপট গ্রহন করে নিন”

বার দেখা হয়েছে

প্রিয় বন্ধুরা কেমন আছেন ? আল্লাহর রহমতের মাসে রোজার মধ্যে অবশ্যই সবাই ভালো আছেন । রোজার সময় তাই কথা না বাড়িয়ে আসাযাক কাজের কথায় ।q
আমি বিগত ছয়মাস আগে WhatsApp Messenger একবার Download করেছিলাম ফ্রিতে , তার কিছুদিন পর দেখি 0.99$ দিয়ে Download করতে হয় ।তাই আমার অনেক বন্ধুই একটু হতাশ হয়েছিলেন । কারন আমাদের দেশের Maximum মানুষের কছেই Visa/Master Card নাই । গত কাল আমি আবার দেখতে পেলাম iphone এর Apps store এ Top chart থেকে Whatsapp Messenger এখন সম্পুর্ন ফ্রি Download করা যায় ।
:arrow: তো বন্ধুরা দেরি না করে এখনি Download করে নিন ।


Wednesday, September 3, 2014

আসছে বহু প্রতীক্ষিত Apple’s iWatch

বার দেখা হয়েছে

সব জল্পনা-কল্পনা ও প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামী ৯-ই সেপ্টেম্বর বহুল কাঙ্খিত স্মার্ট ওয়াচ- Apple’s iWatch বাজারে অবমুক্তির ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
হাতঘড়ির মতো হলেও আই-ওয়াচে থাকবে নানান সুবিধা। অ্যাপলের সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম (IOS) চালিত এই ঘড়িতে থাকছে একটি ক্ষুদে কম্পিউটার। এতে আধুনিক মানের প্রসেসর, RAM এবং ফ্লাশ মেমোরি ব্যবহার করা হয়েছে। একটি স্মার্ট চিপ এর সাহায্যে বাঁকানো কাঠামোর এই ডিভাইসটি কণ্ঠ দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে।
মোবাইলের সুবিধা ছাড়াও আই-ওয়াচে থাকবে ১ দশমিক ৫ ইঞ্চি পর্দা, যাতে ব্যবহার করা হবে সীমিত ক্ষমতার ব্লুটুথ প্রযুক্তি। ন্যানো প্রযুক্তি ব্যবহারের ফলে এতে যেমন কম বিদ্যুৎশক্তি খরচ হবে, তেমনি আরও থাকবে অত্যাধুনিক মিউজিক কন্ট্রোল সিস্টেম। এ ছাড়া আইফোনের জনপ্রিয় বৈশিষ্ট্য গুলোও থাকছে এতে, যাতে কণ্ঠ নির্দেশনার মাধ্যমে ব্যক্তিগত সহকারীর কাজ করা যাবে।
নতুন প্রজন্মের এই যন্ত্রটিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা, ফিটনেস ট্র্যাকিং, হৃদস্পন্দন ও পদক্ষেপ গণনার সুবিধা থাকবে। এটি আপনার দৈনন্দিন পদক্ষেপ গণনা এবং আপনার হার্ট রেটসহ বিভিন্ন স্বাস্থ্য বৈশিষ্ট্য জানাতে সক্ষম হবে।
অ্যাপলের প্রতিদ্বন্দ্বী স্যামসাং এবং সনি ইতিমধ্যে স্মার্টওয়াচ বাজারে ছেড়েছে। যাতেও ফিটনেসের খবর স্মার্টফোনে প্রদর্শিত হয়। অ্যাপলের স্মার্টওয়াচে বাড়তি সুবিধা হচ্ছে টাচস্ক্রিন এবং ইন্টারনেটের সংযোজন। এতে এমপিথ্রি,আইপড এবং আইফোনের সুবিধাও পাওয়া যাবে। এই যন্ত্রের মাধ্যমে ফিটনেসের খবর পাওয়া যাবে তাই নয়, একইসাথে তথ্য সংরক্ষণও করা যাবে। এর দাম হতে পারে ৪০০ ডলার ।