বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Thursday, April 30, 2015

Likes-planet এ পয়েন্ট নেন ঘুমিয়ে ঘুমিয়ে নতুন 2015 নিয়মে ! ইনকাম করুন প্রতিদিন ৫ ডলার পর্যন্ত।(আপডেটেড)

বার দেখা হয়েছে


সবার প্রতি সালাম শুভেচ্ছা রইল।
কেমন আছেন সবাই। আশাকরি সবাই অনেক ভাল আছেন।আজকে আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে কোন প্রকার কাজ করা ছাড়াই আপনি শুয়ে,বসে,ঘুমিএ অর্থ উপার্জন করতে পারবেন…………।


কি অবাক হচ্ছেন !! আসলে বেপারটা এমনি।আপনাদেরকে যে কৌশল শেখাব তা দিয়ে এই সাইটে আপনাকে নিজের কোন কাজ করার প্রয়জন নেই। আপনার নিজের হয়ে সয়ংক্রিয়ভাবে কাজ করবে আপনার কম্পিউটার আর আপনি শুয়ে,বসে,ঘুমিএ ডলার আয় করতে পারবেন।
সাইটের নাম হল লাইকসপ্লানেট.কম।এই সাইটে আয় করতে হলে লাইক করার প্রয়জন হয়। যেমনঃ ফেসবুক লাইক,ইউটিউব লাইক,টুইটার ফলো ইত্যাদি। এই সাইট আপনাকে আপনার প্রত্যেক লাইকের বিনিময়ে ডলার দেবে। আপনি এখান থেকে প্রত্যেক লাইকের জন্য ০০.০০২৮ সেন্ট করে পাবেন এবং সেই সাথে পয়েন্ট পাবেন।প্রত্যেক দিন বিনা পরিশ্রমে এখান থেকে  থেকে ১০ ডলার আয় করতে পারবেন। যদি আপনি সঠিক ভাবে কাজ করতে পারেন এবং প্রত্যেক মাসে ৮০ থেকে ১৫০ ডলার আয় করতে পারবেন বাংলাদেশি টাকায় ৬৫০০ থেকে ১২৭৫০ টাকা।
আর এই সাইটের একটি সুবিধা হল, এখানে  ডলার আয় হলেই আপনি পেপাল অথবা পেজায় ডলার ঊত্তোলন করে নিতে পারবেন।
আয় করা ছাড়াও এখান থেকে আপনি পয়েন্ট পাবেন। যা দিয়ে আপনার নিজের ফেসবুক পোস্ট,ফটো,স্টাটাস ও পেজের জন্য হাজার হাজার লাইক সংগ্রহ করতে পারবেন।
এই সাইটে প্রথমে আপনাকে সাইনআপ করতে হবে। সাইনআপ করার জন্য ক্লিক করুন এখানে ।
সাইনআপ এ ক্লিক করার পর আপনি নিচের মত একটি পেজ পাবেন এখানে ফর্ম সঠিকভাবে পুরন করুন এবং সব শেষে রেজিষ্টার বাটনে ক্লিক করুন। আমার step গুলো follow করুন ।
Step 1
নিচের মত করে ফর্মটি পুরন করুন

Step 2
ফর্মটি পূরনের পর সাবমিট করলে আপনার ইমেল এ একটি Conformation Mail  আসবে সেখানে একটি লিংক পাবেন সেটি তে ক্লিক করুন আপনার একাউন্ট Active করুন । এরপর  Log in করুন

Step 3
আপনার যে কোন একটি Facebook account Log-in রাখুন এবার নিচের Facebook লেখাতে ক্লিক করুন। 




এবার ১ নং তীর চিহ্নিত Earn points/Money এই স্থানে মাউছের কার্সারটি রাখুন। দেখবেন নিচের দিকে অনেক গুলি অপশন আসছে, এবার আপনি যে কাজ করবেন সেটার উপার কার্সার রেখে দেখুন ডান পাশে আর ও ৩/৪ টি অপশন আসবে। এখান থেকে আপনি যে ধরনের কাজ করবেন সেটির উপর ক্লিক করুন।


এবার ২ নং তীর চিহ্নিত Request payment এ ক্লিক করে ওদের পেমেন্ট অপশন দেখেনিন।

  • ১ টা Facebook আইডি দিয়ে একদিনে ১২০ থেকে ১৫০ লাইক এর বেশি দিবেন না। তবে Followers ও Post/Photo Likes এর করতে পারেন।(আপনি চাইলে ৩/৪ টা Facebook আইডি ব্যবহার করতে পারেন)
  • ১ টা PC থেকে ১ এর অধিক একাউন্ট না খো লাই ভালো।
আপনি সবসময় যে ইমেইল এড্রেস ব্যাবহার করেন এখানে সেটি দিবেন। আর এখানে আপনি একটার বেশি একাউন্ট খুলতে পারবেন না, তাহলে সাইট কতৃপক্ষ আপনাকে চিরতরের জন্য ব্যান করে দেবে। 

আপনাকে যা যা করতে হবে দেখুন। মাত্র ২ মিনিট লাগবে আপনার সেটিং করতে। আর প্রতিদিন পয়েন্ট অর্জন করুন ১৫০০০০+ পয়েন্ট  এবং ইনকাম করুন প্রতিদিন ৫ ডলার পর্জন্ত ৫ ডলার প্রতিদিন ৫×৩০= ১৫০ ডলার প্রতিমাসে।
১।  (লাইকসপ্লানেট) রেজিষ্ট্রেশন করুন (যাদের নেই তাদের জন্য) এরপরে আপনার মেইল একাউন্ট থেকে আইডি একটিভ করুন।
২। এরপর আপনার (লাইকসপ্লানেট)একাউন্টে গিয়ে Add My Site ক্লিক করে, আপনার ফেসবুকে ফ্যান পেজে লিংক বসান এবং পয়েন্ট নির্ধারণ করেন।

আমাদের ভিডিও দেখুন।আশা করি আপনাদের কাজে লাগবে।




ফায়ারফক্স-30    যদি ইনস্টল করা না থাকে

1. ফায়ারফক্সের ভার্সন ৩০.০ --না থাকলে  ডাউনলোড করে নিন । (লিঙ্ক আপডেটেড)

2. ফায়ারফক্স এডোন । ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

3. লাইক্সপ্লানেট স্ক্রিপ্ট । ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

                              অথবা

            এখানে ক্লিক করুন ।  (লিঙ্ক আপডেটেড)


স্ক্রিপ্টটি ডাউনলোড করার পর আনজিপ করতে হবে।এরপর iim ফাইলটি কপি করে আপনার পিসির এই নিচের লোকেশনে পেস্ট করুন…
পিসি ইউজারনেম/ My Documents/iMacros/Macros/Demo-Firefox

ছবিতে দেখুন--


এবার চিত্রের মত কাজ করুন । iMacros বাটনে ক্লিক করুন । সাইট হতে আপনার Paste করা ফাইল সিলেক্ট করুন । এরপর “Play” ক্লিক করুন।



আপডেটেডঃ অনেকেরই Firefox 30  ইন্সটল দেবার পরও স্ক্রিপ্ট কাজ করতেছেনা । কারন Firefox অটোমেটিক আপডেট নেয় । যার কারনে এটি 32.3 হয়ে যায় । তাই Firefox এর অটো আপডেট অফ করে দিন । এই জন্য-- Open Menu(ডান পাসের কোনা থেকে)>Options>Advance> Update>Never Check For Updates>Ok -করুন । আপনার Firefox এর ভার্সন  চেক করে নিন-- Open Menu>Open Help Menu>About Firefox - এইবার দেখুন আপনার ভার্সন 30.0 কিনা ।তারপরও সমস্যা হলে আমাকে ফোন করুন । 01554-229229

লাইকসপ্লানেট এর সাথে Facebook যুক্ত করার নিয়ম


প্রথমে আপনার ফেসবুক একাউন্ট account login করুন। তারপর account setting > General> username এ https://www.facebook.com/ xxxx.xxxx অর্থাৎ fb/ এর পরের অংশ এই username টা আপনি আপনার fb নাম কিল্ক করে পেতে পারেন। fb username টি copy করুন তারপর new tab এ likeplanet login করুন Earn Point/Money > Facebook > Photo/Post/video Album Like > Make sure অথবা সরাসরি এই link এ কিল্ক করে http://likesplanet.com/fbphotosusername.php আপনার facebook username set করে নিতে পারেন। নিচের চিত্রের মত।

facebook account add
কি ভাবে আয় করব?
এখন আপনার ফেসবুক এবং likes-planet  log-in করুন । EARN POINTS/MONEY তে মাউস পয়েন্ট রাখুন তারপর Facebook > page likes এ কিল্ক করুন ।নিচের চিত্রের মত
facebook likes
এভাবে like করুন এবং পয়েন্ট আয় করুন।like করার সময় অবশ্যই ফেসবুক একাউন্ট লগইন থাকতে হবে। ৫০০০ পয়েন্ট হলে ১ ডলার।এখানে Facebook like,share,follow,comment,twitter follow, you-tube likes ,dislikes,play,goggle votes,linked-in shares,website traffic,pay to jobs এর কাজ করে আয় যায়।
কি ভাবে ডলার উত্তোলন করব ?
এখানে মাত্র ২ ডলার হলেই cash out option এ payza,Paypal অথবা okpay এর মাধ্যমে ডলার উত্তোলন করতে পারবেন।
Likes-planet থেকে মাসে কত টাকা আয় করা যায়?
এখানে নিজে লাইক করে আয় করবেন এবং অন্য কে refer করবেন কারণ referral এর মাধ্যমে ৫০% আয় করতে পারবেন।আপনার referral link পাবেন > EARN POINTS/MONEY> Earn to   referral .ধরুন আপনি ১০০ জনকে আপনার referral link ধরা জয়েন্ট করেছে এবং প্রত্যকে প্রতিদিন ১০ সেন্ট করে আয় করে ,তাহলে আপনার আয় হবে ১০০× ৫ সেন্ট = ৫০০ সেন্ট বা ৫ ডলার প্রতিদিন ৫×৩০= ১৫০ ডলার প্রতিমাসে। যত বেশি রেফার তত বেশি আয়।
বিশেষ সুযোগ-সুবিধা
আপনার যদি ফেসবুক পেইজ থাকে তাহলে এখান থেকে পেইজের লাইক বাড়িয়ে নিতে পারবেন। text and banner এডস দিতে পারবেন।
সর্তকতা: likes-planetএ কখন একটার বেশি দুইটি খুললে সবগুলো একাউন্ট বল্ক করে দিবে।

এইবার ঘুমান ঘুম থেকে উঠে দেখুন আপনার কত পয়েন্ট হয়েছে, আর যারা ফেসবুকে লিংক দিছেন তারা দেখুন কত পয়েন্ট হয়েছে।
মনে রাখবেন, ফেসবুক খোলা রাখবেন, তা না হলে আপনার পয়েন্ট কালেক্ট হবে না।
3 এর জায়গায় আপনার পচ্ছন্দ মত সংখ্যা বসান, কারণ যত সংখ্যা বসাবেন ততবার সে ক্লিক করবে।

আমার 5 ম পেমেন্ট প্রমাণ দেখুন:


তবে আমরা যারা স্টুডেন্ট তাদের জন্য এক কথায় অসাধারণ কারণ মজা ও করলাম সাথে কিছু ইনকাম ও করলাম।

তাই দেরি না করে ফ্রী রেজিস্ট্রেশন করে ফেলুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন…..
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। আশা রাখি আগামী দিনে আপনাদের সামনে নতুন কিছু বিষয় নিয়ে হাজির হতে পারব।
সময় থাকলে ঘুরে আসবেন আমার ব্লগ থেকে 

Tuesday, March 31, 2015

এবার বাবলিউস এর মতো সাইট থেকে ফাইল শেয়ারিং করে আয় করুন।ফ্রী রেজিষ্ট্রেশন বন্ধ হওয়ার আগে রেজিষ্ট্রেশন করে নিন l

বার দেখা হয়েছে

আসসালামুয়ালাইকুম,

ফেইসবুক এর মত অনেক গুলো সাইট আছে কিন্তু এই সাইট টা অন্য সাইট গুলোর মত না ।তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই জানি বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট গুলো বার্ষিক কোটি কোটি ডলার রাজস্ব আয় করছে ব্যবহারকারীদের জন্য, কিন্তু এর কোন অংশ কি ব্যাবহারকারীরা পাচ্ছে …?না পাচ্ছে না …ব্যাবহারকারীরা শুধু ফ্রী ব্যাবহার করেই সন্তুষ্ট, যদিও এতে অনেক “সময়” এবং“মেগাবাইট” খরচ হচ্ছে । যদি এমন হত যে সামাজিক যোগাযোগের পাশাপাশি আপনি ওই সাইট টির একজন শেয়ার হোল্ডার হলেন !! যেই শেয়ার আপনি বিক্রি ও করতে পারবেন । এবং যদি আপনার শেয়ার বিক্রয় নাও করেন এবং এর মাধ্যমে যদি আপনি মাসে মাসে ইনকাম পান তাহলে কেমন হবে …বেপারটা খুবই মজার … এমন একটি সাইটের সাথে এখন আমি আপনাদের পরিচয় করিয়ে দিব । এই সাইট এর  উদ্দেশ্য নিছক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ব্যবহার করা নয়, পাশাপাশি তাদের আয়ের ৭০% শেয়ারহোল্ডারদের মাঝে সুষমভাবে বণ্টন করা ।তাদের টার্গেট হলো ফেইসবুক এর মত বিশাল একটা সামাজিক প্লাটফরম বানানো এবং এর মাদ্যমে সাইট এর যত ইনকাম হবে তার ৭০% তার ব্যবহার কারীদের মাযে শেয়ার করা।আপনি এই সাইট এ ফেইসবুক এর মত সবই করতে পারবেন যেমন : ছবি আপলোড, ছবি শেয়ার, ছবি ট্যাগ, লাইক,কমেন্টস, ফান পেজ বানানো সহ আরো অনেক কিছু ।
যারা টেকনলজী বিষয়ে সাধারণ জ্ঞান রাখেন মাত্র তারাও আপাদ-মস্তক চিন্তা-ভাবনা না করেই ছুটছেন আয়ের পিছে, অতঃপর নিজের মূল্যবান সময় অপচয় করে অনলাইনে আয় সম্পর্কে ভুল ধারণা লাভ করছেন।জানাবো কিভাবে আপনি ফাইল শেয়ারিং করে করে প্রতিদিন আয় করতে পারবেন।তবে চেষ্টা করলে ভালো কিছু পাওয়া সম্ভব।
আয় করা সাধারণ বিষয় না, দুনিয়ার সকল প্রকার মানুষ কাজ করে কিছু টাকা আয়ের জন্যই। হোক সেটা অনলাইনে আর হোক সেটা ব্যবসা বা চাকরির মাধ্যমে, যেভাবেই আপনি আয় করতে চান না কেন আপনাকে কষ্ট করতেই হবে, বিনা কষ্টে কেউ আপনাকে টাকা দেবে না। ইন্টারনেট ব্যবহারে যারা নতুন তারা কোনভাবে কারও কাছে ইন্টারনেটে আয় সম্পর্কে শুনেই নেমে পড়েন আয়ের উদ্দেশ্যে, কিন্তু সেটা যদি এতোই সহজ হত তবে কোন মানুষই আর গরীব থাকতো না।
কি অবাক হচ্ছেন? ফাইল আপলোড করে আবার কি ভাবে আয় করা যায়? অবিশ্বাস হলেও সত্যি।এখানে আয় করতে হলে আপনাকে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন।ফাইল আপলোড করুন। এবং আপনার আপলোডকৃত ফাইল গুলো যে কেউ শেয়ারিং করলে সাথে সাথে আপনার আয় আসতে শুরু করবে। এর পর সাইন ইন থাকা অবস্থায় আপনার প্রয়োজনীয় ফাইল আপলোড করুন। আপলোড শেষ হলে আপনি একটি শেয়ারিং লিংক পাবেন। এই শেয়ারিং লিংক আপনি আপনার বন্ধুদের দিয়ে দিন অথবা আপনার ওয়েবসাইটে দিয়ে দিন। প্রতি ফাইল পোষ্ট করলে পাবেন ১০ Cents আর প্রত্যেকে আপনার ফাইল ভিউ করলে পাবেন প্রতি ফাইল এর জন্য  ৩ Cents. এখানে ফাইল পোষ্ট করলেও আয় পাবেন, ভিউ করলেও পাবেন। অবশ্যই এটা খুব ভালো একটা ফিগার! আপনার কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে দিন।
তবে আমরা যারা স্টুডেন্ট তাদের জন্য এক কথায় অসাধারণ কারণ মজা ও করলাম সাথে কিছু ইনকাম ও করলাম।
তাহলে দেরি কেন এই সাইট টি তে জয়েন করতে এখানে আসুন এবার আপনার রেজিস্টেসন ফরম টি পূরণ করুন  এবং ইমেইল ভেরিফেএড করুন ।
তাই দেরি না করে ফ্রী রেজিস্ট্রেশন করে ফেলুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন…..
আপনি কিভাবে কাজ করবেন। কিভাবে আপনার ডলার বিক্রয় করবেন সবকিছু আমাদের কাছ থেকে জানতে পারবেন।এবং সাইট এর সকল আপডেট তথ্য ও জানতে পারবেন এখানে।
বর্তমানে ৪০০০ এর ও বেশী বাংলাদেশী সদস্য সহ আমরা এক সাথে কাজ করছি।
আমাদের সাথে কাজ করলে আপনার কি কি সুবিধা পাবেন ???
) যারা আমাদের লিংকে জয়েন করবে আমরা শুধু তাদের সাথে আমাদের সিকরেট্ কিছু টিপস শেয়ার করবো।
) আপনারা অবশই জয়েন করার পর আমাদের কে এড করে নিবেন।

Sunday, March 22, 2015

ডাউনলোড করেন নিন AVG Antivirus 2015 With Serial Key

বার দেখা হয়েছে

আমরা যারা ফ্রি এন্টিভাইরাস ব্যবহার করি তারা AVG antivirus এর কথা সবাই জানি ।  আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক দিন যাবত এই ফ্রি এন্টিভাইরাস টি ব্যবহার করে আসছি । যদিও এটি ফ্রি ভার্সন ,কিন্তু সিরিয়াল কি থাকলে অনেক দিন যাবত নিশ্চিন্তে ব্যবহার করতে পারি । যাইহোক, প্রথমেই AVG এ official site থেকে latest antivirus টি ডাউনলোড করেন নিন ঝটপট । এর পর নিচের  ডাউনলোড লিঙ্ক থেকে Serial key ডাউনলোড করে করে  registration করে নিন ।


ডাউনলোড লিংক :  AVG Antivirus 2015

ডাউনলোড লিংক :   AVG Serial Key

instructions:

1) Stop the application if started.
2) Install application using provided installer and do not Reboot.
3) Open Serial. Text and use one of serial provided.

ধন্যবাদ সবাইকে। কোন সমস্যা হলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

Monday, March 16, 2015

আপনার কম্পিউটারের কি-বোর্ড এর বাটন নষ্ট ? তাহলে সমাধান দেখে নিন।

বার দেখা হয়েছে

আসসালামু আলাইকুম,
আশাকরি সবাই ভাল আছেন।
এ পর্বে আপনাদের জন্য রয়েছে , কি-বোর্ড এর কয়েকটি বাটন নষ্ট হয়ে গেলে আপনি নষ্ট কি- গুলি কিভাবে use করবেন।

তো চলুন শুরু করা যাক।
অনেক সময় কি-বোর্ড এর এক বা একাধিক বাটন নষ্ট হয়ে যেতে পারে।
তখন অনেক সমস্যায় পড়তে হয়।
যেমন, কারও ই-মেইল ঠিকানায় বা password এ যদি a থাকে, আর কি-বোর্ড এর a বাটন যদি নষ্ট হয় তাহলে a লেখা যায়না।
তখন অনেক সমস্যা হয়।
এর একটা সমাধান হলো, কোথাও a লেখা থাকলে সেখান থেকে a কপি করে এখানে পেস্ট করতে পারেন বা অন স্ক্রিন কি-বোর্ড খুলে কাজ করতে পারবেন।
কিন্তু এতে অনেক সময় ব্যায় হয়। অনেকেই এতে বিরক্ত হন।
কিন্তু ছোট একটি সফটওয়্যার ব্যাবহার করে আপনি এই সমস্যা থেকে মক্তি পেতে পারেন।
এই সফটওয়্যার টি ইন্সটল করে কি-বোর্ড এর বাটন গুলি change করে ফেলতে পারবেন।
যেমন, আপনার কি-বোর্ড এর a নষ্ট। আপনি ইচ্ছে করলে কি-বোর্ড এর অন্য একটি বাটনকে(যেটি সবসময় কাজে লাগেনা বা যে বাটন কি-বোর্ড এ একাধিক আছে) a বাটনে রুপান্তর করতে পারেন।
সফটওয়্যারটির সাইজ মাত্র ২৩ kb. সফটওয়্যারটি ইন্সটল করে from key তে কোনো কি চেপে (যে কি- টি ভালো আছে) এবং To key তে নষ্ট কি টি (নষ্ট কি যদি a হয় তাহলে a) চেপে ok করুন।
তাহলে অন্য কি টি a কি তে রুপান্তরিত হবে।
ওই কি টি চাপ দিলে a লিখা যাবে।
সফটওয়্যারটি Download লিংক  এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ সাইট ঘুরে আসতে পারেন।



Saturday, February 28, 2015

অনলাইনে আয় করুন ফাইল শেয়ারিং করে - পোষ্ট টি গুরুত্ব দিয়ে পড়ুন - (না দেখলে মিস করবেন)

বার দেখা হয়েছে



আসসালামুয়ালাইকুম,
পড়ালেখা নিয়ে বেশ ব্যস্ত তাই তেমন টিউন করা হয়ে ওঠে না  অন্যান্য দেশের খবর তেমন একটা না জানলে ও নিজের দেশের শতকরা ৭০ ভাগ (ধারণার উপর বললাম) ইন্টারনেট ইউজারই কোন না কোন ভাবে নিজের সময়ের মূল্যবান অংশ ব্যয় করছেন ইন্টারনেটে আয় করার পিছনে এটুকু সিউর। অনেকেই হয়তো সফল হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই, তবে সিংহভাগই যে ব্যর্থ সেটা মুখ ফুটে বলার প্রয়োজন হয়না যারা টেকনলজী বিষয়ে সাধারণ জ্ঞান রাখেন মাত্র তারাও আপাদ-মস্তক চিন্তা-ভাবনা না করেই ছুটছেন আয়ের পিছে, অতঃপর নিজের মূল্যবান সময় অপচয় করে অনলাইনে আয় সম্পর্কে ভুল ধারণা লাভ করছেন।জানাবো কিভাবে আপনি ফাইল শেয়ারিং করে করে প্রতিদিন আয় করতে পারবেন।তবে চেষ্টা করলে ভালো কিছু পাওয়া সম্ভব।
আয় করা সাধারণ বিষয় না, দুনিয়ার সকল প্রকার মানুষ কাজ করে কিছু টাকা আয়ের জন্যই। হোক সেটা অনলাইনে আর হোক সেটা ব্যবসা বা চাকরির মাধ্যমে, যেভাবেই আপনি আয় করতে চান না কেন আপনাকে কষ্ট করতেই হবে, বিনা কষ্টে কেউ আপনাকে টাকা দেবে না। ইন্টারনেট ব্যবহারে যারা নতুন তারা কোনভাবে কারও কাছে ইন্টারনেটে আয় সম্পর্কে শুনেই নেমে পড়েন আয়ের উদ্দেশ্যে, কিন্তু সেটা যদি এতোই সহজ হত তবে কোন মানুষই আর গরীব থাকতো না।
কি অবাক হচ্ছেন? ফাইল আপলোড করে আবার কি ভাবে আয় করা যায়? অবিশ্বাস হলেও সত্যি। এরকমই একটি সাইট গ্লোবাল সেয়ার ডট কম। এখানে আয় করতে হলে আপনাকে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন।

তাহলে দেরি কেন একুনি রেজিষ্ট্রেশন করুন।এরপর আপনার ইউনিক লিংক টি ছড়িয়ে দিন। অন্য জন কেও অ্যাকাউন্ট ওপেন করতে উৎসাহিত করুন।


এখন আপনাদের দেখাব কি ভাবে আপনার শেয়ার একউন্ট টি একটিভ করবেন 


আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ভালো থাকুন এটাই কামনা করি। গ্লোবাল শেয়ার এ রেজিষ্ট্রেশন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ । তাহলে এবার দেখুন কি ভাবে আপনার গ্লোবাল শেয়ার একাউন্ট একটিভ করবেন । একটু মনোযোগ সহকারে চেস্টা করেন । প্রথমে  "Gas -World " এ ক্লিক করবেন , ক্লিক করার পর  "Active " লিখা দেকবেন , এখানে  ক্লিক করে একটিভ করে নেন ।আমরা অনন্য সাইট এর  ইনকাম হলেই  দেকতাম  যেমন  কয়েন , ডলার , ক্রেডিট ,ইত্যাদি । কিন্তু   গ্লোবাল  শেয়ার এর ইনকাম হলো শেয়ার ....আপনি যতটা শেয়ার ইনকাম করতে পারবেন তারই ওপর আপনার ইনকাম । এখন থেকে প্রতিদিন আপনার একাউন্ট এ লগ ইন করবেন ....প্রতিদিন লগ ইন করার জন্য পাবেন  ১টা করে শেয়ার ..লগ ইন করা মিস দিবেননা .আপনার ইনকাম করা শেয়ার বালেন্স দেখার জন্য ক্লিক করুন Gas-world তারপর Web-office এ ক্লিক করবেন... এবার .দেখুন আপনার শেয়ার বালেন্স.


-মনোযোগ সহকারে দেখুন-
২০-১০-২০১৪ তারিখ এর পরে যারা জয়েন করবে তারা কোনো শেয়ার পাবেনা।কিনতু জয়েন করানোর জন্য আপনার শেয়ার আপনি পাবেন।এখন শেয়ার সেল করার ফাইনাল ডেইট হলো ০২-১২-২০১৪ তারিখেসুতরাং আপনারা যারা ভালো কাজ করতে পারেন এবং যাদের কে জয়েন করানো বাকী আছে তাদের কে তারাতারি জয়েন করানোর জন্য আহবান করছি। আপনারা যারা আমাদের লিংক এ জয়েন করবেন তাদের শেয়ার আমরা সেল করে দেব।না হলে আপনার শেয়ার আপনাকে সেল করতে হবে। কয়েক দিনের মধ্যে আমাদের সাইটে যারা আমাদের নেটে জয়েন করেছেন তাদের তালিকা দেখতে পাবেন।তাই আমাদের লিংকে জয়েন করেন আমাদের সাথেই থাকুন।ধন্যবাদ।

 আপনার ইনকাম করা শেয়ার আপনি বিক্রয় করতে পারবেন ০২-১২-২০১৪ তারিখ এর পরে ...তাহলে হাতে এখনও অনেক সময় ....আর কোনো কিসু যদি বুজতে সমসা হয় তাহলে আমাকে ম্যাসেজ দিবেন ।এবং এখানে ও কমেন্ট করে জানাতে পারবেন  আমি চেস্টা করব উত্তর দিতে ইনশাল্লাহ । ভালো থাকবেন ।

-জরুরি বিজ্ঞপ্তি-
            আপনারা একটু মনোযোগ সহকারে পড়ুন।
আমরা এনালাইসিস করতেছি।তারপর আপনাদের কে বলবো।গ্যাস শেয়ার একাউন্ট খোলার জন্য।এর আগে কেউ গ্যাস শেয়ার একাউন্ট খুলবেন না।
গাস শেয়ার একাউন্ট খোলার মেয়াদ শেষ হবে ৩০-১১-২০১৪- তারিখে l
গ্লোবাল শেয়ার এর সব ধরনের আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন l



Wednesday, February 25, 2015

আপনার ব্লগটিকে পেইড নাকি ফ্রীতে বানাবেন তা নিয়ে কিছু আলোচনা করি।

বার দেখা হয়েছে

3358490-37010-white-newspaper-with-my-blog-text-and-show-for-promotion
“বিসমিল্লাহির রহমানীর রাহীম”
প্রথমেই একটি কথা বলতে হয় তা হলো বর্তমানে “পাঠকের থেকে লেখকের সংখ্যা বেশি”। প্রতিদিই কেউ না কেউ যোগ হচ্ছে লেখকের তালিকায়। এর মাঝে অনেকেই লিখছে কমিউনিটি ব্লগে,আবার অনেকেই নিজের জন্য একটি সাইট বা নিজেই একটি কমিউনিটি সাইট বানিয়ে শুরু করছে লেখা ।
যার ফলে অন্যকিছু বলি আর নাই বলি একটি কথা অবশ্যই বলতে হয় তা হলো নিঃসন্দেহে দিন,দিন ভার্চুয়ালে আমাদের দেশের প্রভাব বেড়ে চলছে। আর যারা সেই সব লেখা বাংলায় লিখছেন তাদের জানাই আরো অনেক বেশি শুভেচ্ছা। কারণ তাদের ফলেই যেখানে আগে ভার্চুয়ালে সব কিছু ইংলিশ এ খোঁজে বেড়াতে হতো তা আজ নিজের ভাষায় খুব সহজেই পেয়ে যাচ্ছি 
3358490-37010-white-newspaper-with-my-blog-text-and-show-for-promotion

চলুন এবার মূল বিষয়ের দিকে লক্ষ্য করা যাকঃ-

দিন,দিন বেড়ে চলছে নানা ব্লগ বিভিন্ন বিষয়ের উপর। সবাই চায় তার ব্লগটি সুন্দর হোক! তার কষ্ট করে লেখা গুলো তার ব্লগের মাঝে নিরাপদে থাকুক। কারণ একজন লেখকই জানে যে একটি লেখা লিখতে কতটা কষ্ট হয় (কপি-পেস্ট কারি বাদে)।
তাই যখন ওই ব্লগে মাঝে,মাঝে কোন সমসার ফলে হারিয়ে যায় লেখা গুলো, ওই লেখকের যে কি কষ্ট হয় তা কিছুটা হলেও অনুধাবন করার চেষ্টা করুন। তাই সবাই চায় প্রথমত একটি সেফ জায়গা, যে স্থানে তিনি তার লেখা গুলো রাখতে পারবেন নিরাপদে  ।
যেহেতু লেখা গুলো রাখতে আমাদের একটি সুন্দর ও নিরাপদ প্লাটফ্রম দরকার তাই তার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে ব্লগ। কারণ আজকাল অনেকে তাদের পিসিতে সেভ করেও লেখা নিরাপদ রাখতে পারছে না বিভিন্ন কারণে। তাই তারা এখন সেফ মাধ্যম হিসেবে ভার্চুয়ালের দিকে ঝুঁকে যাচ্ছে।
যেহেতু ব্লগ পেইড ও ফ্রী দুভাবেই তৈরি করা যায় তাই আজকে আমরা আলোচনা করবো কোনটি আপনার জন্য সবচে বেটার ও অন্যটির কি সুযোগ বা অসবিধা রয়েছে।

ফ্রী ব্লগঃ-

free-blogger-lab
অনেকেই বলেন যে এতো ফ্রী ভালো না, তবে আমি বলবো ততটা খারাপ ও নয়।
১/আপনি যদি নতুন ব্লগার হন এবং নিজের জন্য একটি ব্লগের অভাব অনুভব করেন তবে আমি আপনাকে প্রথমত একটি ফ্রী ব্লগ বানিয়ে কিছুদিন টেস্ট করে নিতে বলবো।
২/এতে করে আপনার যেমন ব্লগিং সম্পর্কে কিছুটা ধারনা হবে তেমনি একটি ব্লগ কিভাবে পরিচালনা করতে হয় তা যানতে পারবেন।।
৩/অনেকেরই শখের বশে একটি ব্লগ বানানোর চিন্তা মাথায় আসে। একসময় টাকা দিয়ে হুট করে একটি ব্লগ বানিয়ে ফেলার পর সেখানে কিছুই করার থাকে না। যার ফলে তার টাকা গুলো নষ্ট হয়।
৪/আপনিও যদি সেই দলের হয়ে থাকেন তবে ফ্রী ব্লগি আপনার জন্য এতে করে যেমন অপচয় হবে না তেমনি আপনার ক্ষণিকের ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে।
৫/ তবে সমস্যা ও রয়েছে । হঠাৎ একদিন দেখতে পারেন আপনার ব্লগ টি আর নেই  খোঁজ করে দেখতে পেলেন কোন কারণে যাদের এখানে ফ্রী ব্লগটি ওপেন করেছিলেন তারা সেটি ডিলেট করে দিয়েছেন।
৬/ তারা যদি আপনার ব্লগটি ডিলেট করে দিয়ে থাকে তবে সেখানে আপনার কোন কথা কাজে দিবে না। কারণ লক্ষ্য করে দেখবেন প্রতিটা ফ্রী সার্ভিস দেয়া সংস্থা তাদের নিয়মনীতিতে উল্লেখ করাই থাকে “যে কোন সময় সাইট সরিয়ে ফেলার ক্ষমতা তারা রাখে”।
৭/তার উপর ত আরো সমস্যা রয়েছেই। তার পরেও ফ্রী অনেক খেত্রেই ভালো  একবার বানিয়ে দেখতে পারেন।

পেইড ব্লগঃ-

Young kid success
একটি ব্লগ টাকা-পয়সা খরচ করে বানাবেন!! তাহলে অবশ্যই এটি ফ্রী থেকে অনেক গুণ বেটার তাই না? নাহলে তো টাকা খরচ করে বানানোর কোন কথাই আসতো না।
১/প্রথমত আপনি এটি চিন্তা করেই আপনার ভালো লাগবে যে আপনি এখন আর কারো কাধের উপর ভর করে বেঁচে নেই। আপনি একাই এখন বাঁচতে শিখেছেন 
২/আপনি এখানে নিজের জন্য একটি ডোমেইন কিনতে পারবেন। সেটি আপনার ইচ্ছে মত নাম দিয়ে। কোন ফ্রী সার্ভিস দেয়া কোম্পানির নাম পিছনে লাগিয়ে আর ঘুরে বেড়াতে হবে না।
৩/আপনার সকল তথ্য থাকবে নিরাপদ। যে কোম্পানি থেকে আপনি হোস্টিং ক্রয় করবেন আপনার লেখা সেফ রাখার দায়িত্ব তাদের। তাই আপনাকে আর লেখাগুলো নিয়া চিন্তিত থাকতে হবে না।
৪/পেইড ব্লগ বানানোর ফলে আপনার ভিজিটর আগের থেকে বেড়ে যাবে , সেই সাথে বাড়বে রেঙ্কিংও কারণ কোন এক অদৃশ্য টানে ভিজিটর রা পেইড করে বানানো খালি সাইটেও এসে ঘুরে যায়।
৫/আপনার ব্লগ হারাবার ভয় এখানে নেই। কারণ এটা অন্য কারো সম্পতির উপর বানানো হয়নি। সম্পূর্ণ আপনার নিজের টাকায় খরিদ করা হয়েছে। তাই কারো অধিকার নেই হুট করে আপনার সাধের সাইট টিকে সরিয়ে ফেলার।
৬/সর্বোপরি আপনি এখানে পাবেন স্বাধীনতাআর মুক্ত হতে কে না চায় বলুন? তাই আপনি যদি একটি সুন্দর পরিপূর্ণ ব্লগ বানাতে চান তবে আপনাকে অবশ্যই পেইড ব্লগ বানাতে হবে 
তাই আমরা দেখতেই পাচ্ছি যে ফ্রী ও পেইড ব্লগ আমাদের ভিন্ন,ভিন্ন সাহায্য যেমন করছে ঠিক তেমনি সমস্যায় ও ফেলছে মাঝে,মাঝে। এবার আপনি কোনটি নিজের জন্য বেছে নেবেন সেটি আপনার বিবেচনা।
পরে আবার দেখা হবে অন্য এক টিউন এ ।
আর আমার Blog এ দাওয়াত থাকলো ।

Monday, February 16, 2015

আজই একটা একাউন্ট খুলুন এবং কয়েকদিন পর লগ ইন করে ডলার উইথড্র করুন।(উইথড্র করার পর টিউনটি করলাম)

বার দেখা হয়েছে

আসসালামু আলাইকুম !


আশা করি সবাই ভাল আছেন ! আজ প্রায় এক মাস পর আমি লগিন হলাম ।
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন ।কথা না বারিয়ে কাজের কথায় আশ।

InAdPros যুক্তরাজ্য নিবন্ধিত একটি কোম্পানী যা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে । বর্তমানে তারা সাইন আপ করলে একটি বিজ্ঞাপন প্যাকেজ কেনার জন্য $ 5 বোনাস দিবে এবং চক্র শেষে 152.10% থেকে 272.7% লাভ পাবেন।
How It Works?

$ 5 সাইন আপ বোনাস ব্যবহার করে আপনার প্রথম বিজ্ঞাপন প্যাকেজ কিনতে
১। অবিশ্বাস হলেও সত্যি।এখানে আয় করতে হলে আপনাকে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন। InAdPros একটি অ্যাকাউন্ট তৈরি করুন।এরপর আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
First you need to log in to your account on InAdPros (IAP) using the link If you have not opened an account, please go to and create an account.
২। আপনার অ্যাকাউন্টে লগইন করার পর ড্যাশবোর্ড পৃষ্ঠার “এখন আপনার ফ্রী সাইন আপ বোনাস দাবি” লিঙ্ক দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
On your first log in, you will see “Claim Your FREE Sign Up Bonus Now …” on the dashboard page. Click on that!
1
৩। এখন আপনি আপনার স্বাগত বোনাসের জন্য যে পেমেন্ট প্রসেসর চয়ন করতে চান সেটার জন্য আপনার পছন্দের বোনাস পেমেন্ট প্রসেসর বাটন ক্লিক করুন. নীচের উদাহরণে, পেজা প্রসেসর নির্বাচন করা হয়েছে।
Now you can choose the payment processor that you want your welcome bonus to sit. In order to do this, please click on the button next to the bonus payment processor of your choice. In the example below, the Payza processor was selected.
2
৪। আপনি আপনার নির্বাচিত প্রসেসর চেক করুন এবং “ঠিক আছে” টিপুন এই কর্ম নিশ্চিত করতে অনুরোধ জানানো হবে।
You will be prompted to confirm this action, please check your selected processor and press “OK”
3
৫। অভিনন্দন! আপনি এখন ফিরে ড্যাশবোর্ড পাতা থেকে ফিরে আসেন এবং আপনার ক্রয় ভারসাম্য $ 5 আছে – আপনার পছন্দের পেমেন্ট প্রসেসর।
Congratulations! You have now returned back to the dashboard page and have $ 5 in your purchase balance – in your preferred payment processor.
৬। একটি বিজ্ঞাপন প্যাকেজ কেনার জন্য, আপনার ব্যবহারকারী প্যানেল স্টক কিনতে ক্লিক করুন।
For purchasing an ad pack, please click on the Buy Shares button from your user panel.
৭। চেক চিহ্ন “টেস্ট পরিকল্পনা” দ্বারা পরবর্তী ধাপে যান এবং জমা দিতে হবে।
Go to the next step by check marking “Test Plan’ and submit.
4
৮। নিম্নরূপভাবে এই পৃষ্ঠায় অর্ডার ফর্ম পূরণ করুন
শেয়ার থেকে শেয়ারের সংখ্যা নির্ধারণ করুন ১।
এর মাধ্যমে অর্থ প্রদান: চেক “পুনরায় কিনতে” চিহ্নিত করুন।
প্রসেসর: আপনার পেমেন্ট প্রসেসর নির্বাচন করুন।
On this page, fill in the purchase form as follows:
  1. Share/Shares: set the number of shares to 1.
  2. Pay Via: check mark the “Re-purchase”
  3. Processor: select your payment processor – in the below example, the selected processor is Solid Trust Pay.
5
৯। অভিনন্দন! আপনি শুধু আপনার প্রথম বিজ্ঞাপন প্যাকেজ কেনা হয়েছে।
Congratulations! you have just purchased your first ad pack.
এখন আপনার কাজ শেষ মাঝে মাঝে এসে দেখুন আপানার কত ডলার যোগ হয়েছে তিন ডলার হলে উইথড্র করতে পারবেন। আসা করি কয়েকদিন পর দেখবেন তিন ডলার হয় গেছে।
তাই দেরি না করে ফ্রী রেজিস্ট্রেশন করে ফেলুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন…..

Wednesday, February 4, 2015

Download করে নিন Android এর জন্য Bike Extreme ।

বার দেখা হয়েছে

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন । আজ আবারো সকাল সকাল চলে এলাম একটি Android game নিয়ে ।  আমি আজ আপনাদের সঙ্গে share করতে যাচ্ছি একটি  Android game এই গেমস টির নাম Bike Extreme  । এটি একটি Action গেমস । আমি নিজে খেলে দেখি নাই ।কিন্তু  আশা করি সবার ভালো লাগবে । আর আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না ।
[ গেমস টির Size মাত্র ১৪ এম্বি ]

Bike Extreme Android

screenshot :
dgrnsaeh
fjhfr





Download করুন  :
down
 এখন কার মতো বিদায় ।