বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Showing posts with label টিপস এন্ড ট্রিকস. Show all posts
Showing posts with label টিপস এন্ড ট্রিকস. Show all posts

Monday, March 16, 2015

আপনার কম্পিউটারের কি-বোর্ড এর বাটন নষ্ট ? তাহলে সমাধান দেখে নিন।

বার দেখা হয়েছে

আসসালামু আলাইকুম,
আশাকরি সবাই ভাল আছেন।
এ পর্বে আপনাদের জন্য রয়েছে , কি-বোর্ড এর কয়েকটি বাটন নষ্ট হয়ে গেলে আপনি নষ্ট কি- গুলি কিভাবে use করবেন।

তো চলুন শুরু করা যাক।
অনেক সময় কি-বোর্ড এর এক বা একাধিক বাটন নষ্ট হয়ে যেতে পারে।
তখন অনেক সমস্যায় পড়তে হয়।
যেমন, কারও ই-মেইল ঠিকানায় বা password এ যদি a থাকে, আর কি-বোর্ড এর a বাটন যদি নষ্ট হয় তাহলে a লেখা যায়না।
তখন অনেক সমস্যা হয়।
এর একটা সমাধান হলো, কোথাও a লেখা থাকলে সেখান থেকে a কপি করে এখানে পেস্ট করতে পারেন বা অন স্ক্রিন কি-বোর্ড খুলে কাজ করতে পারবেন।
কিন্তু এতে অনেক সময় ব্যায় হয়। অনেকেই এতে বিরক্ত হন।
কিন্তু ছোট একটি সফটওয়্যার ব্যাবহার করে আপনি এই সমস্যা থেকে মক্তি পেতে পারেন।
এই সফটওয়্যার টি ইন্সটল করে কি-বোর্ড এর বাটন গুলি change করে ফেলতে পারবেন।
যেমন, আপনার কি-বোর্ড এর a নষ্ট। আপনি ইচ্ছে করলে কি-বোর্ড এর অন্য একটি বাটনকে(যেটি সবসময় কাজে লাগেনা বা যে বাটন কি-বোর্ড এ একাধিক আছে) a বাটনে রুপান্তর করতে পারেন।
সফটওয়্যারটির সাইজ মাত্র ২৩ kb. সফটওয়্যারটি ইন্সটল করে from key তে কোনো কি চেপে (যে কি- টি ভালো আছে) এবং To key তে নষ্ট কি টি (নষ্ট কি যদি a হয় তাহলে a) চেপে ok করুন।
তাহলে অন্য কি টি a কি তে রুপান্তরিত হবে।
ওই কি টি চাপ দিলে a লিখা যাবে।
সফটওয়্যারটি Download লিংক  এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ সাইট ঘুরে আসতে পারেন।



Wednesday, February 25, 2015

আপনার ব্লগটিকে পেইড নাকি ফ্রীতে বানাবেন তা নিয়ে কিছু আলোচনা করি।

বার দেখা হয়েছে

3358490-37010-white-newspaper-with-my-blog-text-and-show-for-promotion
“বিসমিল্লাহির রহমানীর রাহীম”
প্রথমেই একটি কথা বলতে হয় তা হলো বর্তমানে “পাঠকের থেকে লেখকের সংখ্যা বেশি”। প্রতিদিই কেউ না কেউ যোগ হচ্ছে লেখকের তালিকায়। এর মাঝে অনেকেই লিখছে কমিউনিটি ব্লগে,আবার অনেকেই নিজের জন্য একটি সাইট বা নিজেই একটি কমিউনিটি সাইট বানিয়ে শুরু করছে লেখা ।
যার ফলে অন্যকিছু বলি আর নাই বলি একটি কথা অবশ্যই বলতে হয় তা হলো নিঃসন্দেহে দিন,দিন ভার্চুয়ালে আমাদের দেশের প্রভাব বেড়ে চলছে। আর যারা সেই সব লেখা বাংলায় লিখছেন তাদের জানাই আরো অনেক বেশি শুভেচ্ছা। কারণ তাদের ফলেই যেখানে আগে ভার্চুয়ালে সব কিছু ইংলিশ এ খোঁজে বেড়াতে হতো তা আজ নিজের ভাষায় খুব সহজেই পেয়ে যাচ্ছি 
3358490-37010-white-newspaper-with-my-blog-text-and-show-for-promotion

চলুন এবার মূল বিষয়ের দিকে লক্ষ্য করা যাকঃ-

দিন,দিন বেড়ে চলছে নানা ব্লগ বিভিন্ন বিষয়ের উপর। সবাই চায় তার ব্লগটি সুন্দর হোক! তার কষ্ট করে লেখা গুলো তার ব্লগের মাঝে নিরাপদে থাকুক। কারণ একজন লেখকই জানে যে একটি লেখা লিখতে কতটা কষ্ট হয় (কপি-পেস্ট কারি বাদে)।
তাই যখন ওই ব্লগে মাঝে,মাঝে কোন সমসার ফলে হারিয়ে যায় লেখা গুলো, ওই লেখকের যে কি কষ্ট হয় তা কিছুটা হলেও অনুধাবন করার চেষ্টা করুন। তাই সবাই চায় প্রথমত একটি সেফ জায়গা, যে স্থানে তিনি তার লেখা গুলো রাখতে পারবেন নিরাপদে  ।
যেহেতু লেখা গুলো রাখতে আমাদের একটি সুন্দর ও নিরাপদ প্লাটফ্রম দরকার তাই তার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে ব্লগ। কারণ আজকাল অনেকে তাদের পিসিতে সেভ করেও লেখা নিরাপদ রাখতে পারছে না বিভিন্ন কারণে। তাই তারা এখন সেফ মাধ্যম হিসেবে ভার্চুয়ালের দিকে ঝুঁকে যাচ্ছে।
যেহেতু ব্লগ পেইড ও ফ্রী দুভাবেই তৈরি করা যায় তাই আজকে আমরা আলোচনা করবো কোনটি আপনার জন্য সবচে বেটার ও অন্যটির কি সুযোগ বা অসবিধা রয়েছে।

ফ্রী ব্লগঃ-

free-blogger-lab
অনেকেই বলেন যে এতো ফ্রী ভালো না, তবে আমি বলবো ততটা খারাপ ও নয়।
১/আপনি যদি নতুন ব্লগার হন এবং নিজের জন্য একটি ব্লগের অভাব অনুভব করেন তবে আমি আপনাকে প্রথমত একটি ফ্রী ব্লগ বানিয়ে কিছুদিন টেস্ট করে নিতে বলবো।
২/এতে করে আপনার যেমন ব্লগিং সম্পর্কে কিছুটা ধারনা হবে তেমনি একটি ব্লগ কিভাবে পরিচালনা করতে হয় তা যানতে পারবেন।।
৩/অনেকেরই শখের বশে একটি ব্লগ বানানোর চিন্তা মাথায় আসে। একসময় টাকা দিয়ে হুট করে একটি ব্লগ বানিয়ে ফেলার পর সেখানে কিছুই করার থাকে না। যার ফলে তার টাকা গুলো নষ্ট হয়।
৪/আপনিও যদি সেই দলের হয়ে থাকেন তবে ফ্রী ব্লগি আপনার জন্য এতে করে যেমন অপচয় হবে না তেমনি আপনার ক্ষণিকের ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে।
৫/ তবে সমস্যা ও রয়েছে । হঠাৎ একদিন দেখতে পারেন আপনার ব্লগ টি আর নেই  খোঁজ করে দেখতে পেলেন কোন কারণে যাদের এখানে ফ্রী ব্লগটি ওপেন করেছিলেন তারা সেটি ডিলেট করে দিয়েছেন।
৬/ তারা যদি আপনার ব্লগটি ডিলেট করে দিয়ে থাকে তবে সেখানে আপনার কোন কথা কাজে দিবে না। কারণ লক্ষ্য করে দেখবেন প্রতিটা ফ্রী সার্ভিস দেয়া সংস্থা তাদের নিয়মনীতিতে উল্লেখ করাই থাকে “যে কোন সময় সাইট সরিয়ে ফেলার ক্ষমতা তারা রাখে”।
৭/তার উপর ত আরো সমস্যা রয়েছেই। তার পরেও ফ্রী অনেক খেত্রেই ভালো  একবার বানিয়ে দেখতে পারেন।

পেইড ব্লগঃ-

Young kid success
একটি ব্লগ টাকা-পয়সা খরচ করে বানাবেন!! তাহলে অবশ্যই এটি ফ্রী থেকে অনেক গুণ বেটার তাই না? নাহলে তো টাকা খরচ করে বানানোর কোন কথাই আসতো না।
১/প্রথমত আপনি এটি চিন্তা করেই আপনার ভালো লাগবে যে আপনি এখন আর কারো কাধের উপর ভর করে বেঁচে নেই। আপনি একাই এখন বাঁচতে শিখেছেন 
২/আপনি এখানে নিজের জন্য একটি ডোমেইন কিনতে পারবেন। সেটি আপনার ইচ্ছে মত নাম দিয়ে। কোন ফ্রী সার্ভিস দেয়া কোম্পানির নাম পিছনে লাগিয়ে আর ঘুরে বেড়াতে হবে না।
৩/আপনার সকল তথ্য থাকবে নিরাপদ। যে কোম্পানি থেকে আপনি হোস্টিং ক্রয় করবেন আপনার লেখা সেফ রাখার দায়িত্ব তাদের। তাই আপনাকে আর লেখাগুলো নিয়া চিন্তিত থাকতে হবে না।
৪/পেইড ব্লগ বানানোর ফলে আপনার ভিজিটর আগের থেকে বেড়ে যাবে , সেই সাথে বাড়বে রেঙ্কিংও কারণ কোন এক অদৃশ্য টানে ভিজিটর রা পেইড করে বানানো খালি সাইটেও এসে ঘুরে যায়।
৫/আপনার ব্লগ হারাবার ভয় এখানে নেই। কারণ এটা অন্য কারো সম্পতির উপর বানানো হয়নি। সম্পূর্ণ আপনার নিজের টাকায় খরিদ করা হয়েছে। তাই কারো অধিকার নেই হুট করে আপনার সাধের সাইট টিকে সরিয়ে ফেলার।
৬/সর্বোপরি আপনি এখানে পাবেন স্বাধীনতাআর মুক্ত হতে কে না চায় বলুন? তাই আপনি যদি একটি সুন্দর পরিপূর্ণ ব্লগ বানাতে চান তবে আপনাকে অবশ্যই পেইড ব্লগ বানাতে হবে 
তাই আমরা দেখতেই পাচ্ছি যে ফ্রী ও পেইড ব্লগ আমাদের ভিন্ন,ভিন্ন সাহায্য যেমন করছে ঠিক তেমনি সমস্যায় ও ফেলছে মাঝে,মাঝে। এবার আপনি কোনটি নিজের জন্য বেছে নেবেন সেটি আপনার বিবেচনা।
পরে আবার দেখা হবে অন্য এক টিউন এ ।
আর আমার Blog এ দাওয়াত থাকলো ।

Wednesday, February 4, 2015

আপনার প্রিয় এন্ড্রয়েডের র‌্যাম বাড়ানোর কিছু টিপস।

বার দেখা হয়েছে

androআজ আমি দেখাব কি ভাবে আপনার প্রিয় এন্ড্রয়েডের র‌্যাম বাড়ানোর কিছু টিপস
 নানা কারণে নিত্যপ্রয়োজনীয় ও শখের স্মার্টফোনটির র‍্যামের গতি কমে যেতে পারে। এতে স্মার্টফোনের গতিও কমে যায়। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন চালু করতে সময় নেয়। কারণ একাধিক অ্যাপ্লিকেশল ইন্সটল কিংবা চালালে র‍্যামের উপর প্রভাব পড়ে।
কাজের এই স্মার্টফোন গতিশীল না হলে চরম ভোগান্তি পোহাতে হয়। আর এই গতিশীল রাখার জন্য র‍্যামের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। নিচে কিভাবে র‍্যামের গতি বাড়ানো ও যত্ন নেওয়া যায় সেটি তুলে ধরা হলো।
১. যে অ্যাপগুলো খুব বেশি প্রয়োজন নয় সেগুলো আন-ইনস্টল করতে হবে। এতে ফোনের র‍্যাম ফ্রি থাকবে। ফলে স্মার্টফোন থাকবে গতিময়।
২. গুগল প্লে স্টোর থেকে টাস্ক কিলারের মতো কোনও অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে। এগুলো গতি বাড়ানোর নানা কাজ নিজেই করে নেয়। একটু পুরনো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অটো টাস্ক কিলার অ্যাপটি বেশ উপযোগি। এটি নির্ধারিত সময়ের ব্যবধানে অ্যাপের প্রোসেস কিল করে স্মার্টফোনের র‍্যাম গতিশীল রাখে।
৩. স্টার্ট অ্যাপ ম্যানেজারের মতো কিছু স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যেতে পারে। এ অ্যাপগুলোর মাধ্যমে কতো সময় পর ফোন বুট বা রিস্টার্ট হবে সেটি নির্ধারণ করে দেওয়া যায়। এছাড়া নির্ধারিত সময় পর কোনও অ্যাপ্লিকেশন সক্রিয় বা নিস্ক্রিয় হবে তা ঠিক করা যায়। এতে র‍্যামের উপর কিছুটা প্রভাব কমে।
৪. দীর্ঘক্ষন চলার পর স্মার্টফোনটিকে রিস্টার্ট করতে হবে। নতুনভাবে চালু হওয়ার ফলে ক্যাশ ফাইলগুলো ডিলিট হয়ে যায় ও বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বন্ধ থাকে। ফলে র‍্যামের গতি কিছুটা হলে বৃদ্ধি পায়।
৫. স্মার্টফোনের মেমরির দিকে সবসময় খেয়াল রাখতে হবে। মেমরি কমে গেলেও স্মার্টফোন ধীরগতির হয়ে পড়ে। ফলে স্মার্টফোনের গতি কমে যায়।
পরে আবার দেখা হবে অন্য এক টিউন এ ।
Post টি ভাল লাগলে আমার ব্লগে ঘুরে আসবেন ।
আর আমার Blog এ post করার দাওয়াত থাকলো ।

কিভাবে বাড়াবেনOrganic( Search Engine থেকে ভিজিটর বাড়াবে)ভিজিটর এবং এডসেন্স এর আয়।

বার দেখা হয়েছে

এডসেন্স থেকে আয় এবং এর সম্ভাবনার ব্যাপারে অবগত । আনেক Blogger মাসিক হাজার হাজার ডলার আয় করছেন Giant GOOGLE এর পণ্য ADSENSE থেকে ।
Google সবসময় কোয়ালিটি আরটিকেলের গুরুত্ব দিয়ে আসছে। এবং আপনি SEO এর ব্যপারে সুতরাং সফলতা পাবেন । যেকোন আরটিকেল দিয়ে সফল কি হতে পারেন SEO তে ।কিন্তু এডসেন্স ? কিন্তু টারগেটলেস ব্লগ বা পোস্ট এর ক্ষেত্রে উত্তরটি না হতে পারে । আপনি যদি পারক্লিক বাড়াতে চান অবশ্যই আপনাকে
- proper keyword targeted article এবং
- quality article
এর গুরুত্ব দিতে হবে। কিছু ব্যপার যা মানসম্মত পোষ্টের ব্যপারে খেয়াল রাখবেন ।
  • Main keyword Selection
  • Additional Keyword Selection (একাধিক হতে পারে )
  • Additional Keyword and Main Keyword সম্পর্কিত হতে হবে।
  • Main Keyword এর কিছু phrase এবং Additional keyword মিলে যেতে হবে।
  • Article Size নির্দিস্ট হয় নি কিন্তু কিওয়ার্ড কম্পিটীটর অনুযায়ী কম বেশী হতে পারে ।
[N.B: S E O এর অনপেজ অপটিমাইজেশনের বেসিক নিয়ম অবশ্যই ফলো করবেন। যেমনঃ h1 tag, alt tag, underline etc. ]
মনে রাখবেন আপনার আর্টিকেলটি গড়ে উঠবে মেইন কিওয়ার্ডকে ঘিরে এবং Additional keyword শুধু সাহায্য করবে
আমি মানুষ আমার ভুল হওয়া স্বাভাবিক তাই ভুলগুলি ধরিয়ে দিয়ে সাহায্য করুন।
কিন্তু এবার এক ঢিলে দুই পাখি কিভাবে মারবেন সেই ব্যাপারে লিখব । কিভাবে একটি পোস্ট লিখবেন  যা আপনার Organic ( Search Engine থেকে ভিজিটর বাড়াবে) এবং এডসেন্স আয় বাড়াতে সাহায্য করবে । Proper On Page Optimized ই এদসেন্স আয় এর জন্য যথেস্ট । Good CPC Keyword আটিকেল কিভাবে লিখবেন যাতে SEO and ADSENSE হেল্প করবে –
  • Article Size – More then 300 words, 500-700 words is Ideal.
  • A Hosting with Good Speed,
  • A good descriptive content with good Title,
  • Additional Keyword – which help you to get ranking,
  • Ad in the Post – At least One Ad should shown in Middle or any corner of post,
  • Combination of Text ads and Image Ads,
  • Link ads on top,
  • Responsive ad unit with responsive site,
  • Keep Experimenting
তা ছাড়া সাধারন On page Optimization Rules গুলু আবশ্যই ফলো করবেন । Example -
  • H1/H2/H3 Tag
  • Internal Linking,
  • Image Tag,
  • URL structure,
  • Robots.text
  • Bold, Underlined keyword etc
  • Google কে নয় আপনার ভিজিটর কে Target করুন। সাফল্য পাবেন ইনশাআল্লাহ ।

অনলাইনে যেকোন ফরম সেভ করুন ও এক ক্লিকে পূরণ করুন !! (নতুনদের জন্য)

বার দেখা হয়েছে

আসসালামু ওয়ালাইকুম

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ আপনাদের সকলে সুখে ও স্বাচ্ছন্দ্যে রাখছে। আজ একটি এড অনস এর সাথে সকলকে পরিচয় করিয়ে দিবো। হয়তো কেউ জানে, আবার কেউ জানেনা। যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ মাষ্টারি করবেন না। এই পোস্ট শুধুমাত্র যারা জানে না তাদের জন্য। এর পূর্বে যদি এই বিষয়ে টিউন হয়ে থাকে এবং টিউনে কোন প্রকার ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মাত্রই ভুল। আর আমিতো এতো বৃহত কমিউনিটিতে ক্ষুদ্র একজন নাগরিক। তো বক বক বাদ দিয়া কাম করি। কি বলেন?
দৈনন্দিন প্রয়োজনে প্রায় সকলকেই অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফরম পূরণ করতে হয়। অনেক অনলাইন ফরম অনেক বড় হয়ে থাকে। আবার যদি সেটা পূরণ করার পর নেট কানেকশন সমস্যা হয়, তাহলেতো সব কষ্টই বৃথা। এছাড়াও একই তথ্য বিভিন্ন ওয়েবসাইটেও পূরণ করতে হয়। আর যারা ভিসা এপয়েন্টমেন্ট ডেট এর কাজ করেন তাদের তো কোন কথাই নাই। আমি শিউর তারা এই পোস্টে কমেন্ট না করে যাইতে পারবে না। তাই এই কষ্ট লাঘব করার জন্য একটি এড অনস এর খোঁজ দিলাম। এটার নাম

"Imacros"

ac-2012-logo
এটি গুগল ক্রোম ও মজিলা ফায়ার ফক্স এবং ফায়ার ফক্স এর মতো অন্যান্য ব্রাউজারে সাপোর্ট করবে।
1. মজিলা ফায়ারফক্স সহ এর অঙ্গ ব্রাউজার সমূহের জন্য = Download Here
2. গুগল ক্রোমের জন্য= Download Here
3. অপেরা = কোন বলদাই অপেরার দিকে তাকায় না। অসহায় বেচারা :p
কিভাবে ব্যবহার করবেন ?
জানেন না, তাহলে দেখেন কেমতে কি?
১। আপনি যে অনলাইন ফরম রেকর্ড করে রাখতে চান মানে যেটা সেভ করে রাখতে চান সেই সাইট টা চালু করুন। ফরম পূরণের পূর্বে এখান থেকে রেকর্ড বাটনে ক্লিক করুন। খেয়াল রাখবেন অবশ্যই কিবোর্ড প্রেস করে পুরণ করতে হবে। কপি পেস্ট রেকর্ড করতে পারে না।
২। কাজ হয়ে গেলে STOP বাটনে ক্লিক করুন। আপনি ইচ্ছা করলে আপনার কাঙ্খিত নামেও সেভ এ্যাজ করে রাখতে পারেন। এছাড়াও আপনি ইচ্ছামত ম্যাক্রো ইডিট করতে পারবেন।
৪। এবার অটোমেটিক ভাবে ফরম পুরণ করার জন্য ১ম ট্যাবে ক্লিক করে Play বাটনে ক্লিক করুন।
ব্যাস। আর পারবো না বুঝাইতে। না পারলে কমেন্ট বক্সে আসেন।
নাইলে আমাকে একটা মেসেজ দিয়েনভালো লাগলে ধন্যবাদ দিয়ে অনুপ্রেরণা দিয়েন

খোদা হাফেজ আবার দেখা হবে।

Friday, December 12, 2014

এবার মোবাইল থেকে কন্ট্রোল করুন আপনার কম্পিউটার ।

বার দেখা হয়েছে

Team Viewer এর নাম মোটামুটি সবাই কমবেশি শুনে থাকবেন। এর সাহায্যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার পরিচালনা করা যায়। এই সুবিধাটি এখন পুরোপুরি উপভোগ করতে পারবেন এন্ড্রয়েড ফোনের সাহায্যে, যেখানে অনায়াসে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার পিসিটিকে!
কি জন্য দরকার হতে পারেঃ ধরেন আপনি বেশ কয়েকটি কন্টেন্ট ডাউনলোড দিয়ে বাইরে বের হয়েছেন। কিন্তু বের হয়ে আপনার মনে হল যে আপনি বাসায় ফিরে একটি মুভি দেখতে চান। সেক্ষেত্রে আপনার ফোনটিতে যদি টিম ভিউয়ার থাকে আপনি অন্য ডাউনলোড গুলো বন্ধ করে দিতে পারেন, যাতে করে ইন্টারনেট মুভি ডাউনলোড হবে বেশি স্পীড এ! আর বাসায় ফিরে দেখলেন মুভি ডাউনলোড হয়ে গেছে। যেখানে অন্য ডাউনলোডগুলো হতে থাকলে এসে দেখতেন মুভি তখনো ডাউনলোড কমপ্লিট হয়নি।
এরকম আর হাজারো সুবিধা পাওয়া যাবে এ অ্যাপ্লিকেশান থেকে।
ব্যাবহারের নিয়মঃ  
১) ইন্সটল করে নিন Team Viewer এর এন্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি। ডাউনলোড করুন এখান থেকে
২) এবার আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন Team Viewer এর পিসি ভার্সনটি। ডাউনলোড করুন এখান থেকে
৩) এখন আপনার কম্পিউটার এর Team Viewer লঞ্চ করে ID ও Password নিয়ে এন্ড্রয়েড এর Team Viewer ইন্টারফেস এ প্রবেশ করুন। ব্যস! আপনার কাজ শেষ।
এবার বাইরে থেকে, এমনকি অন্য দেশ থেকেও কন্ট্রোল করুন আপনার প্রিয় কম্পিউটারটিকে!!!

মোবাইলের অজানা কিছু তথ্য অ্যান্ড্রয়েড ফোন পাসওয়ার্ড রিকভারী ।

বার দেখা হয়েছে

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন । অনেক দিন পর আবার নতুন কিছু নিয়ে হাজির হলাম । আন্ড্রয়েড নিয়ে তো বেশ ভালো আছেন । আর থাকবেন না কেন ? সবার হাতে যে আন্ড্রয়েড । আর আন্ড্রয়েড মানেই তো স্মার্ট ফোন । আর স্মার্ট ফোন তো ভইরাস , হ্যাকিং , প্রাইভেসি ইত্যাদির ভয় । তাই ব্যবহার করি অনেক সফটওয়ার । কিন্তু সেগুলোতে অবশ্যই পাসওয়ার্ড দিতে হয় । আমার আজকের পোষ্ট তাদের জন্য যারা পাসওয়ার্ড ভুলে যায় তাদের জন্য ।
আবার যারা পুরাতন মোবাইল কিনছেন বা নিজের মোবাইলের ফোন কোড পরিবর্তন কিংবা ভাঙতে চান নিজেই তাদের অবশ্যই কাজে লাগবে । এতে কোন সফটওয়ার লাগবেনা । আশা করি শুধু একটু আমার ট্রিকসটি ভালো করে কাজে লাগালেই হবে ।
তো কথা না বাড়িয়ে কাজ টা দেখি ।
১. প্রথমে শিখব কিভাবে যেকোন সফটওয়ার এর পাসওয়ার্ড ঠিক করব ।
ক) প্রথমে আপনার আন্ড্রয়েড ফোনের Settings – Application Settings – Manage Application – All Application যান ।
খ) এখন আপনি যে লক সফটওয়ারের পাসওয়ার্ড ভুলে গেছেন সেটি সিলেক্ট করুন । এখন আপনি ঐ সফটওয়ার বা অ্যাপস এ দেখবেন
Uninstall , Clear All / Clear All Data etc.
এখন আপনি Clear All / Clear All Data সিলেক্ট করুন ।  এতে আপনার All Data Clear হয়ে যাবে এবং আপনার পাসওয়ার্ড মুছে নতুন পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগ ইন করুন আর নিরাপদে থাকুন ।
২. এখন দেখব কিভাবে কোন সফটওয়ার ছাড়া ফোন কোড আনলক করা যায় ?
ক) আপনার ফোনটি অফ করুন ।
খ) এবার এক সাথে [ পাওয়ার বাটন + ভলিয়ম(+) + মধ্যম(Home Key / Minimize Key) ]
চেপে ধরে ফোনটি অন করুন ।
গ) আপনার স্ক্রিনে Power Settings বা Formate Mode আসবে ।
ঘ) এখন আপনি ওখান থেকে [ভলিয়ম(+)] এর মাধ্যমে Power Settings বা Formate Mode থেকে  Formate Phone / Restore Phone / Reset Phoneসিলেক্ট করে ফোনটি Formate / Restore / Reset করে নিন । আর সিলেক্ট করতে Home Key / Minimize Key চাপুন । কারণ এখানে টাচ কাজ করে না । Settings বা Formate Mode এ যাই লেখা থাকুক আপনি শুধু Formate Phone / Restore Phone / Rset Phone এই জাতীয় লিখা সিলেক্ট করবেন ।
ঙ) এখন ফোনটি অন করুন এবং সাজিয়ে নিন আপনার মত করে ।
নোটঃ- এটি করলে আপনার ফোন মেমোরী পুরো ফরম্যাট হবে , মেসেজ , ইন্সটল করা সকল অ্যাপস আনইন্সটল হয়ে যাবে । আমি এখানে SAMSUNG ফোনের নিয়ম দিলাম । আপনি আপনার ফোনের নাম দিয়ে ইন্টারনেট থেকে ফরম্যাট দেওয়ার নিয়ম জেনে নিন । এমনি সব একই ।
কেমন লাগল এবং কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন । সবাই ভালো থাকবেন

আপনার ফেসবুক ফটো ভেরফিকেশন থেকে মুক্তি পেতে হলে সহজে ট্যাগ হওয়া ছবিগুলো রিমুভ করে ফেলুন।

বার দেখা হয়েছে

কি খবর সবার? শীত কেমন উপভুগ করছেন? ঢাকায় তেমন ঠাণ্ডা নেই কিন্তু যারা গ্রামে আছে তাদের জন্য বেশি। যতই ঠাণ্ডা হোক ইন্টারনেট ছাড়বেন না যেন 
ফেসবুক নতুন নতুন অনেক সুবিধা অ্যাড করছে যা হয়তো আপনাদের চোখে পরে না। আমার কাজ হল কিছু উপকারি ফিচার আপনাদেরকে দেখিয়ে দেওয়া। আজকে যে জিনিষটা দেখাবো সেটা পুরনো কিন্তু আমি জানি যে বেশিরভাগই এটা সম্পর্কে জানেন না।
আজকাল ফটো ট্যাগ নিয়ে অনেকেই অশান্তিতে আছেন। যা খুশি তা-ই ট্যাগ করে দেয় মানুষ। আসলে অনেকে জানেই না ট্যাগ করার মানে কি। এক সময় আমিও এই কাজটা করতাম কিন্তু যখন বুঝতে পেরেছি যে এটা অন্যের ক্ষতি করে তখন থেকে বন্ধ্য করে দিয়েছি। ছবিতে যে যে আছে তাকে শুধু ট্যাগ করবেন। আপনার ছবিতে লাইক পাওয়ার জন্য যদি অন্যকে ট্যাগ করেন তাহলে আপনার কোন ক্ষতি হবে না কিন্তু যে বেচারাকে ট্যাগ করেছেন সে ক্ষতিগ্রস্ত হবে।
আমরা ফেসবুক ব্যাবহার করি কিন্তু ফেসবুকের নিতিমালা অমান্য করে, যেমন আমরা অপরিচিত মানুষকে ফ্রেন্ড বানাতেই বেশি পছন্দ করি (মেয়ের আইডি পাইলে তো কপাইয়া ফ্রেন্ড রেকুয়েস্ট :P)। কাউকে ব্লক করা হলে যখন ফটো ভেরিফিকেশন দেওয়া হয়, বেশিরভাগ ছবিতে কোন ফেস থাকে না আর যে কয়টায় থাকে তদেরকে তো চেনার প্রশ্নই উঠে না!

ফটো ভেরিফিকেশন থেকে বাচার উপায়ঃ

ফটো ভেরিফিকেশন চাইলে পরে বেশিরভাগ মানুষই পার হতে পারে না যারা পারে তাদের ভাগ্য ভালো। এই বিপদ থেকে বচার জন্য আগে থেকে সতর্ক হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।
যারা অনেক বেশি ছবিতে ট্যাগ হয়েছেন তাদের জন্য একটা একটা রিমুভ করা অনেক কঠিন কাজ তাই আমি একটা সহজ পদ্ধতি দেখাবো একটু তাড়াতাড়ি রিমুভ করার।
আপনার প্রোফাইলে গিয়ে Activity Log এ ক্লিক করুন।
বাম পাশ থেকে Photos এ ক্লিক করুন।
তারপর Photos এর সাব-ডিরেক্টরি থেকে Photos of You তে ক্লিক করুন।
এবার ট্যাগ হওয়া ছবির লিস্ট আসবে। প্রত্যেকটা ছবির বাম পাশে মার্ক করার অপশন থাকবে। একসাথে ১০ টা ছবি মার্ক করা যাবে। সবগুলো মার্ক করে উপরে ডান কোনা থেকে Report/Remove Tags এ ক্লিক করে প্রথম অপশনটা সিলেক্ট করে Untag Photos এ ক্লিক করুন।
লক্ষ্য করবেন যে Untag Photos এ ক্লিক করার পরও ছবিগুলো যাচ্ছে না, পেজ লোড দিলেই এগুলো চলে যাবে। তাড়াতাড়ি করার জন্য একবার Untag Photos এ ক্লিক করে পেজ না লোড করে উপরে Deselect All এ ক্লিক করে আগের গুলো বাদ দিয়ে নিচে থেকে নতুন ছবি মার্ক করে আগের প্রসেসটা আবার করুন। এভাবে যতক্ষণ ছবি থাকে করতে থাকুন।

[যারা এই পদ্ধতিটা আগে থেকে জানতেন তারা দয়া করে কমেন্টে লিখবেন না যে আপনি জানতেন, যারা জানে না তাদের জন্য এই পোস্ট।]

অনেকে হয়তো জিজ্ঞেস করবেন সবগুলো একসাথে রিমুভ করার পদ্ধতি বলতে, কিন্তু এরকম কোন পদ্ধতি এখন পর্যন্ত পাওয়া যায় নি। একটা একটা করে রিমুভ করার চাইতে ১০ টা করে রিমুভ করা অনেক সহজ, আমার ৭০০ ছবি রিমুভ করেছি।
পোস্টটি ভালো লাগলে আমার ফেসবুক পেজে গিয়ে আমার গাওয়া গানগুলো শুনে আসবেন। আর পোস্ট খারাপ লাগলে আমারে ধইরা ঘারান (পাইলে তো :D :P)

আপনার ডেক্সটপে উড়বে পাখি। মাত্র ১৩৫কেবি।

বার দেখা হয়েছে

সবাইকে সালাম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি। সফটওয়্যারটি অনেক সুন্দর। সাইজ অনেক ছোট কিন্তু আমি সিউর আপনার কাছে ভালো লাগবেই।
সফটওয়্যারটি ওপেন করলে এরকম একটি মাছরাঙা আপনার ডেক্সটপে উড়বে। মজার বিষয় হচ্ছে যেকোনো উইন্ডো আপনি করবেন সেখানেই বসবে পাখিটা। কখনো মাছ ধরবে, সাউন্ডও আছে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

বাংলালিংক এর কিছু আকর্ষণীয় অফার (না দেখলে মিস করবেন)

বার দেখা হয়েছে

বিসমিল্লাহি রহমানির রহিম
অনেক দিন যাবত কিছু টিউন করি না। আজকে বিশেষ টিউন করলাম  বাংলালিংক এর কিছু আকর্ষণীয় অফার নিয়া।
বাংলালিংক ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ এমভি নেট , ১৬ এমভি ফেসবুক , ১৬ এমভি ভাইভার।
এই অফারটি পেতে আপনাকে বাংলালিংক প্লে প্যাক এ থাকতে হবে
বাংলালিংক প্লে প্যাক এ না থাকলে বানিয়ে নিন ঃ *৯৯৯*১*১৪৭#
অফারটি পেতে এসএমএস করুন ঃ  Reg লিখে পাঠান ২৫০০ তে ।
আমি পেয়েছি তাই ছবিটি  দিয়েসি।
চেক করতে *১২৪*২৬# এ কল করুন । এই অফার এর কথা শেষ ।
এখন আরও একটি অফার এর কথা বলছি যা অনেকে হয়ত দিয়েছে , তবুও আমি মনে করবার জন্য আবার দিলাম ।
বাংলালিংক প্লে প্যাক এ ব্যাবহার করেন যারা তারা এই অফারটি পাবেন , যদি আপনি প্লে প্যাক এ ব্যাবহার না করে থাকেন তাহলে কিভাবে করবেন তা আগেই একবার
দিয়েসি , এখন আবার দিতেসি বাংলালিংক প্লে প্যাক এ না থাকলে বানিয়ে নিন ঃ *৯৯৯*১*১৪৭#
এই প্যাকটি চালু হলে আপনি আঠারো টাকা রিচার্জ করে পাবেন ৫০০ এমভি ইন্টারনেট বোনাস যার মেয়াদ ২দিন ।
ব্যাবহার করার সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ।
চেক করতে *১২৪*৫৫# এ কল করুন । আমি এই অফারটি পেয়েসি তাই নিচে ছবি দিলাম ।
অনেকে প্লে ব্যাবহার কারিরা  কোন অফার এর আওতায় থাকলে নাও পেতে পারেন । তাই অফার না পেলে কোন বাজে মন্তব্য করবেন না ।
এছারাও বাংলালিঙ্ক বন্ধ সংযোগ চালু করলে আরও অনেক বোনাস ( বাংলালিঙ্ক এর আসল ওয়েব সাইট থেকে নেওয়া )
বাংলালিঙ্ক বন্ধ সংযোগ এর আওতায় আছে কিনা তা দেখতে একটি এসএমএস পাঠান ঃ ০১৯xxxxxxxxxx(আপনার নাম্বার ) লিখে ৪৩৪৩ নাম্বার এ পাঠান ।
গ্রাহকদের জন্য সবকিছুই স্পেশাল!নতুন অথবা বন্ধ সংযোগে মাত্র ১৯টাকা রিচার্জে পাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট, ২২০০ এসএমএস এবং স্পেশাল কলরেট:
  • নতুন এবং বন্ধ সংযোগ চালু করার পর ১৯টাকা রিচার্জে ২জিবি ইন্টারনেট এবং ২২০০ এসএমএস প্রতি ৫ দিন পর একবার করে পাওয়া যাবে
  • স্পেশাল ট্যারিফ এবং ইন্টারনেটের মেয়াদ রিচার্জের দিনসহ ১০ দিন। এসএমএস-এর মেয়াদ রিচার্জের দিনসহ ৩ দিন
  • বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত সকল বাংলালিংক নাম্বারে কথা বলা যাবে ১ পয়সা/সেকেন্ড
  • অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করতে নতুন সংযোগের ক্ষেত্রে *১৬৬*৬১৩# এবং বন্ধ সংযোগের ক্ষেত্রে *১৬৬*৬১২# ডায়াল করুন। আন-সাবস্ক্রাইব করার পর রাত ১২টার পূর্বে যদি কোন গ্রাহক ১৯টাকা রিচার্জ করেন তাহলে পরবর্তী ৯ দিন পর্যন্ত এই অফার উপভোগ করা যাবে
  • যদি কোন গ্রাহক এই অফারটি আন-সাবস্ক্রাইব করেন তাহলে পুনরায় এই অফারটি উপভোগ করতে পারবেন না
  • এই স্পেশাল রেটের মেয়াদ শেষে গ্রাহক তার পূর্ববর্তী প্যাকেজের রেটে ফিরে যাবেন
  • নতুন সংযোগের গ্রাহকরা অন্য কোন প্যাকেজে মাইগ্রেট করলে এই বিশেষ রেট প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে, পুনরায় এই রেট পেতে *৯৯৯*১*১৪৬# ডায়াল করে ১৯টাকা রিচার্জ করতে হবে
নতুন সংযোগ কিনলে আরো থাকছে:
  • উপরোক্ত বোনাস ছাড়াও নতুন সংযোগ চালু করলেই গ্রাহক পেয়ে যাবেন মূল অ্যাকাউন্টে ১০ টাকা ব্যালেন্স ও ১৫১টি বোনাস এসএমএস
  • নতুন সংযোগের জন্য এই ১০০ এমবি ইন্টারনেট বোনাস পাওয়া যাবে দুটি কিস্তিতে – সংযোগ চালু করার ১ম ও ৩১তম দিনে
  • ফ্রি ১০০ এমবি ইন্টারনেট বোনাসের মেয়াদ রিচার্জের দিনসহ ৭ দিন
  • ফ্রি ইন্টারনেটের পরিমাণ জানতে ডায়াল করুন *১২৪*৫#
  • প্রিলোডেড টক-টাইম ব্যবহার করা যাবে যে কোন প্রয়োজনে, যার মেয়াদ ১৫ দিন। এ মেয়াদ থাকাকালীন অবস্থায় যে কোন পরিমাণ রিচার্জ করলেই পাবেন আজীবন মেয়াদ
  • বোনাস এসএমএস যে কোন বাংলালিংক নাম্বারে উপভোগ করা যাবে, যার মেয়াদ ৩০ দিন। বোনাস এসএমএস চেক করতে ডায়াল করুন *১২৪*৪#
  • সংযোগ চালু করার পর মূল কলরেট ১৪ পয়সা/১০ সেকেন্ড
বন্ধ বাংলালিংক সংযোগ থাকছে:
  • গত ২৪ অক্টোবর, ২০১৪-এর পর থেকে অব্যবহৃত সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের (আই’টপ আপ ব্যতীত) সেক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য
  • আপনার সংযোগটি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে যে কোন বাংলালিংক সংযোগ থেকে নাম্বারটি টাইপ করে ফ্রি এসএমএস পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে
  • ভ্যাট প্রযোজ্য
  • এই অফারটি সীমিত সময়ের জন্য
  • এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন
    ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে
    অথবা আমার সাধারন ফেসবুক পেজ  থেকে ঘুরে আসতে পারেন , এইখানে ক্লিক করুন ।

এক একসাথে শত শত ফেসবুক গ্রুপে পোস্ট করুন একদম সহজে !

বার দেখা হয়েছে

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আজ আপনাদের দেখাবো কি ভাবে এক ক্লিকে একসাথে শত গ্রুপে পোস্ট করার সিস্টেম ।আপনাদের আর কষ্ট করে সব গ্রুপে গিয়ে গিয়ে সময় নষ্ট করে পোস্ট করতে হবে নাহ! পুরোটা মনোযোগ দিয়ে পড়ুন নইলে কিন্তু বুঝবেন না !
আপনার যা যা করতে হবে
১. সে সব গ্রুপে এড থাকতে হবে
২. গ্রুপের মেম্বার থাকতে হবে
৩. গ্রুপের ইমেল জানতে হবে
৪. আপনার ফেসবুকের রিয়েল ইমেল আইডি দিয়ে করতে হবে ।
এবার আসুন দেখি কি ভাবে করবো প্রথমে ঐ সকল গ্রুপ থেকে ইমেল আইডি সংগ্রহ করুন । যাকে আমরা গ্রুপ অ্যাড্রেস বলে জানি :D যেমন ছবিতে দেখুন Group Address

Group Address
454545
আচ্ছা তারপর আমরা এই ইমেল গুলো লিস্ট করবো এই ভাবে
কি ভাবে মেইল গুলো পাবো আমরা?
Group Address
আমরা URL থেকে দেখবো যেমন
এখানে লক্ষ্য করুন Friendsblogdotnet এটা URL আইডি techtunes এটাও গ্রুপ আইডি
তাহলে আমরা জানি
আইডি + @groups.facebook.com = গ্রুপ ইমেল আইডি । ঠিক তেমনি এইসব হল ফেসবুক গ্রুপ ইমেল আইডি Friendsblogdotnet@groups.facebook.com
এখন আমাদের আসল কাজ আর তা হল এক ক্লিকে একসাথে এক সেকেন্ডে শত শত ফেসবুক গ্রুপে পোস্ট করুন একদম সহজে!
আপনার ফেসবুকের রিয়েল ইমেল আইডি দিয়ে করতে হবে । ইমেলে যান তারপর এই ভাবে সাজান
grupএক সাথে ইমেল যে ভাবে শেয়ার করা হয় ঠিক সেই ভাবে এই কাজ করে সেন্ড করুন একটু পড় দেখবেন সব গ্রুপে পোস্ট হওয়া শুরু হবে ।
45454545454
আর একটা কথা সব গ্রুপে পোস্ট নাও হতে পারে এক সাথে ১০০ বেশি গ্রুপে পোস্ট না দেয়া ভালো । এই ভাবে দিনে ৫০০ টি গ্রুপের বেশি সেন্ড করবেন না। স্প্যাম হয়ে যাবে ।
ইনজয় ইট :P
ভালো থাকবেন আবার দেখা হবে
18866
star 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটারstar 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটারstar 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটারআমার এই লেখাটি দেখার জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ star 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটারstar 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটার
very nice ডাউনলোড করুন জোশ একটি কনভাটার
star 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটারআমার লেখা নিয়ে যেকোন মতামত , কমেন্ট আশা করছিstar 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটারstar 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটার
Guitars 01 june21 ডাউনলোড করুন জোশ একটি কনভাটার
ফেসবুকে চাইলে আমার সাথে এড থাকতে পারেন
https://www.facebook.com/M.S.POLASH
https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/1780828_882415065116806_1088698934467325509_n.jpg?oh=de1fabf69b8092bbc3281e166fa71346&oe=5500C1E9
আমার ফেসবুক লিংক এখানে ক্লিক করুন
ভালো থাকবেন সবসময় ।
আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে
star 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটার
star 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটার

star 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটার
star 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটারআমার আরও লেখা পাবেন এখানেstar 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটার
www.Friendsblog.net

star 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটার

star 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটার

ifacuh 2 ডাউনলোড করুন ইসলামিক শিক্ষামুলক হাঁসির গল্পের বই মুসলমানের হাঁসি :)