বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Friday, December 12, 2014

মোবাইলের অজানা কিছু তথ্য অ্যান্ড্রয়েড ফোন পাসওয়ার্ড রিকভারী ।

বার দেখা হয়েছে

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন । অনেক দিন পর আবার নতুন কিছু নিয়ে হাজির হলাম । আন্ড্রয়েড নিয়ে তো বেশ ভালো আছেন । আর থাকবেন না কেন ? সবার হাতে যে আন্ড্রয়েড । আর আন্ড্রয়েড মানেই তো স্মার্ট ফোন । আর স্মার্ট ফোন তো ভইরাস , হ্যাকিং , প্রাইভেসি ইত্যাদির ভয় । তাই ব্যবহার করি অনেক সফটওয়ার । কিন্তু সেগুলোতে অবশ্যই পাসওয়ার্ড দিতে হয় । আমার আজকের পোষ্ট তাদের জন্য যারা পাসওয়ার্ড ভুলে যায় তাদের জন্য ।
আবার যারা পুরাতন মোবাইল কিনছেন বা নিজের মোবাইলের ফোন কোড পরিবর্তন কিংবা ভাঙতে চান নিজেই তাদের অবশ্যই কাজে লাগবে । এতে কোন সফটওয়ার লাগবেনা । আশা করি শুধু একটু আমার ট্রিকসটি ভালো করে কাজে লাগালেই হবে ।
তো কথা না বাড়িয়ে কাজ টা দেখি ।
১. প্রথমে শিখব কিভাবে যেকোন সফটওয়ার এর পাসওয়ার্ড ঠিক করব ।
ক) প্রথমে আপনার আন্ড্রয়েড ফোনের Settings – Application Settings – Manage Application – All Application যান ।
খ) এখন আপনি যে লক সফটওয়ারের পাসওয়ার্ড ভুলে গেছেন সেটি সিলেক্ট করুন । এখন আপনি ঐ সফটওয়ার বা অ্যাপস এ দেখবেন
Uninstall , Clear All / Clear All Data etc.
এখন আপনি Clear All / Clear All Data সিলেক্ট করুন ।  এতে আপনার All Data Clear হয়ে যাবে এবং আপনার পাসওয়ার্ড মুছে নতুন পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগ ইন করুন আর নিরাপদে থাকুন ।
২. এখন দেখব কিভাবে কোন সফটওয়ার ছাড়া ফোন কোড আনলক করা যায় ?
ক) আপনার ফোনটি অফ করুন ।
খ) এবার এক সাথে [ পাওয়ার বাটন + ভলিয়ম(+) + মধ্যম(Home Key / Minimize Key) ]
চেপে ধরে ফোনটি অন করুন ।
গ) আপনার স্ক্রিনে Power Settings বা Formate Mode আসবে ।
ঘ) এখন আপনি ওখান থেকে [ভলিয়ম(+)] এর মাধ্যমে Power Settings বা Formate Mode থেকে  Formate Phone / Restore Phone / Reset Phoneসিলেক্ট করে ফোনটি Formate / Restore / Reset করে নিন । আর সিলেক্ট করতে Home Key / Minimize Key চাপুন । কারণ এখানে টাচ কাজ করে না । Settings বা Formate Mode এ যাই লেখা থাকুক আপনি শুধু Formate Phone / Restore Phone / Rset Phone এই জাতীয় লিখা সিলেক্ট করবেন ।
ঙ) এখন ফোনটি অন করুন এবং সাজিয়ে নিন আপনার মত করে ।
নোটঃ- এটি করলে আপনার ফোন মেমোরী পুরো ফরম্যাট হবে , মেসেজ , ইন্সটল করা সকল অ্যাপস আনইন্সটল হয়ে যাবে । আমি এখানে SAMSUNG ফোনের নিয়ম দিলাম । আপনি আপনার ফোনের নাম দিয়ে ইন্টারনেট থেকে ফরম্যাট দেওয়ার নিয়ম জেনে নিন । এমনি সব একই ।
কেমন লাগল এবং কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন । সবাই ভালো থাকবেন

এই পোস্ট টি আপনার পছন্দ হলে শেয়ার করুন সামাজিক সাইটে
টেকটিউনসইউ →
ফলো করুন →
শেয়ার করুন →

0 comments: