বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Showing posts with label অ্যান্টিভাইরাস. Show all posts
Showing posts with label অ্যান্টিভাইরাস. Show all posts

Sunday, March 22, 2015

ডাউনলোড করেন নিন AVG Antivirus 2015 With Serial Key

বার দেখা হয়েছে

আমরা যারা ফ্রি এন্টিভাইরাস ব্যবহার করি তারা AVG antivirus এর কথা সবাই জানি ।  আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক দিন যাবত এই ফ্রি এন্টিভাইরাস টি ব্যবহার করে আসছি । যদিও এটি ফ্রি ভার্সন ,কিন্তু সিরিয়াল কি থাকলে অনেক দিন যাবত নিশ্চিন্তে ব্যবহার করতে পারি । যাইহোক, প্রথমেই AVG এ official site থেকে latest antivirus টি ডাউনলোড করেন নিন ঝটপট । এর পর নিচের  ডাউনলোড লিঙ্ক থেকে Serial key ডাউনলোড করে করে  registration করে নিন ।


ডাউনলোড লিংক :  AVG Antivirus 2015

ডাউনলোড লিংক :   AVG Serial Key

instructions:

1) Stop the application if started.
2) Install application using provided installer and do not Reboot.
3) Open Serial. Text and use one of serial provided.

ধন্যবাদ সবাইকে। কোন সমস্যা হলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

Monday, September 22, 2014

ডাউনলোড করে নিন AVG Internet Security 2015 সাথে থাকছে Serial Key সহ ।

বার দেখা হয়েছে

সবাইকে সালাম ও শুভেচ্ছা।২০১৫ সালের কিছু প্রয়োজনীয় জিনিস শেয়ার দিলাম.২০১৫ সালের আরো কয়েকটি সফটওয়্যার হাতে আছে কিন্তু সব এখন শেয়ার করবো না কারন প্রতিবারের ন্যায় এবারওশেয়ার করবো সে সব যা হবে ২০১৫ সালের সফটওয়্যারে ভরপুর।অতএব অপেক্ষা শুরু করছি ২০১৫ সালের কিছু সফট নিয়ে ছোট্ট কিন্তু কাজের একটা টিউন।
প্রবাসী সব ভুললেও প্রতি বছর এই জিনিসটা শেয়ার করতে কখনোই ভোলে নাই।এই কারনে একটা 'ধন্যবাদ' আশা করতেই পারি।ইন্টারনেট সিকিউরিটি আছে অনেক রকম,অনেক প্রকার।আমার কাছে সবার চেয়ে সেরা মনে হয় এই এভিজি'কেই।যদিও আমি কোন ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করিনা কারন আমার কম্পিউটারে এমন কোন সোনার খনি নেই যা হারালে আমাকে পথে বসতে হবে।যেকোন সমস্যায় আমি হাসিমুখে পিসি ফরম্যাট করতে পারি।তারপরেও মাঝেমধ্যে যখন ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করি তখন এভিজি ছাড়া অন্য কারো নাম মনে আসে না।আমার সাথে সাথে অনেকেই আছেন এভিজি প্রেমিক তাই সবার চাওয়াকে পাওয়ায় পরিনত করতে আজকের এই শেয়ার।চোখ বন্ধ করুন,ডাউনলোডান এবং নিশ্চিন্তে ঘুমান.বরাবরের মত সকল তথ্য জানতে এবং বিশেষ কি কি আছে এবারের ভার্সনে তা জানতে এখানে ক্লিক করুন। আর হ্যাঁ ডাউনলোডের সুবিধার্থে ৩২ এবং ৬৪ বিটের জন্য আলাদা করে আপলোড করা হয়েছে.৩২ বিট ১৫২ মেগাবাইট এবং ৬৪ বিট ১৬৬ মেগাবাইট।
ডাউনলোড (৩২ বিট)
ডাউনলোড (৬৪ বিট)
ডাউনলোড শেষ হয়ে থাকলে ফাইল খুলে ফেলুন।ইন্সটল করা শুরু করুন।প্রথমেই সিলেক্ট করুন ল্যাঙ্গগুয়েজ।ছবি দেখুন।
যখন (সি)রিয়াল দিতে বলবে তখন নোটপ্যাডে থাকা অনেকগুলো থেকে যে কোন একটা কপি করে পেষ্ট করুন।(সি)রিয়াল এর ঘরে অটো একটা নাম্বার থাকবে সেটা মুছে ফেলবেন এবং নোটপ্যাড থেকে কপি/পেষ্ট করবেন।অন্যথায় ট্রায়াল ভার্সন হয়ে যাবে।ছবি দেখুন।
এরপর বাকি কাজ আপনি নিজেই করতে পারবেন।কাজ শেষে মিলিয়ে নিন আপনার কাংখীত ইন্টারনেট সিকিউরিটিটি।
আর হ্যাঁ ফুল ভার্সন হওয়ার পর পুরো কম্পিউটার স্ক্যানিং করে নিতে এবং আপডেট করে নিতে ভুলবেন না।
তো ২০১৫ আসার আগেই আপনাদের ২০১৫ র দিকে যাত্রা শুভ হোক।

avg pc tuneup 2015

অনেকেই পছন্দ করেন এটি।তবে আমার মনে হয় পছন্দের তালিকায় শীর্ষে  রয়েছে Advanced System Care. যাইহোক অন্যেরাও যে ভালো মন্দ কিছু কাজ করতে পারে তা বুঝতেও বোধহয় আমাদের ওন্যান্য সফটওয়্যার ব্যবহার করা উচিত।এবারের ভার্সনে নতুন কি কি থাকছে জানতে এখানে ক্লিক করুন।াশা করছি আপনার শখের পিসিকে গতিশীল এবং অন্যান্য রেজিষ্ট্রি এরোরগুলো সমাধান করতে এই সফটওয়্যারটি অগ্রনী ভূমিকা রাখবে।পরীক্ষা হয়েই যাক কি বলেন?এটি মাত্র ৭৫ মেগাবাইট।আপনাদের 3G স্পীডে অতি দ্রুতই নামাতে পারবেন বলে আশা করছি।
ডাউনলোড
ডাউনলোড শেষ হয়ে থাকলে ইন্সটলের আগে প্রথমেই নেট কানেকশন বন্ধ করে নিবেন।অন্যথায় কাজ করবে না।আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি ক্যামন !প্রথমেই ল্যাঙ্গগুয়েজ সিলেক্ট করে নিন আপনার পছন্দ মত।অন্যথায় চাইনিজ কিংবা জাপানীজ ভাষা সিলেক্ট হয়ে গেলে আমাকে দোষারুপ করবেন না। টিকচিহ্নগুলো দিয়ে নিন যদি দেয়া না থাকে।ছবি দেখুন।
এগিয়ে যান।ছবিতে যেভাবে দেখিয়েছি সেভাবে করুন।
এরপর যখন কাজ শেষ হবে ডেস্কটপে আইকোনে ক্লিক করলে এমন পেজ আসবে।ছবি দেখুন।
enter product ke(y) তে ক্লিক করুন এবং নোটপ্যাডে দেয়া (সি)রিয়াল কপি করে পেষ্ট করুন।ছবি দেখুন।
এবং এরপর যা হবার তাই হলো।কি হলো ছবিতেই দেখা যাক।
পিসি রিষ্টার্ট করেন এবং আইকোনে ক্লিক করে চালু করুন সফটওয়্যারটি।দেখে নিন আপনাকে ফুলভার্সন বলছে কি না।
এরপর........................... এরপর আবার কি ???? এর পরের কাজ আপনাদের। 


আজ এ পযন্ত … আগামিদিন অন্য কিছু টিপস নিয়ে আসব। আশা করি  অ্যান্টিভাইরাস  আপনাদের কাজে লাগবে।

Sunday, September 14, 2014

ডাউনলোড করে নিন কাস্পের্সকি Internet Security 2015 সাথে থাকছো অরজিনাল Serial Key।

বার দেখা হয়েছে

Kaspersky-Internet-Security 1
আশা করি সবাই ভাল আসেন। র ভাল না থাকলে এখনি ডাউনলোড করে নিন একবারে ফ্রীতে Kaspersky Internet Security 2015 সাথে Serial Key। আমার যারা বাংলাদেশে থাকি তারা অনেকই Kaspersky কিনতে পারি না। আমাদের ইন্টারনেট বিল দেওয়ার এর টাকা থাকে না র অ্যান্টিভাইরাস কিনব কি ভাবে? তাই আপনাদের জন্য আমি SarkarZone এর পক্ষে থেকে নিয়ে আসলাম Kaspersky Internet Security 2015। যা ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকে খুব সহজে। আমি আগেও অনেক অ্যান্টিভাইরাস নিয়ে টিউন করেছি কিন্তু ও গুলা ছিল ২০১৪ এর কিন্তু এবার আমি ২০১৫ দিয়ে অ্যান্টিভাইরাস টিউন শুরু করলাম। যাই হোক কথা র না বাড়াই ভাল নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন এবং আপনার পিসি তে ইন্সটল করুন।
Kaspersky-Internet-Security 1

Kaspersky Internet Security 2015:

Kaspersky Internet Security অনেক ভাল এবং পপুলার অ্যান্টিভাইরাস। বেশি ভাগ মানুষেই এই অ্যান্টিভাইরাস ব্যাবহার করে। Kaspersky খুবেই শক্তিশালী অ্যান্টিভাইরাস, আপনি যদি এই অ্যান্টিভাইরাস ব্যাবহার করেন তা হলে আপনার পিসি ১০০% সুরক্ষিত থাকবে। পিসিতে খুব সহজে ভাইরাস ঢুকতে পারবে না। নিচে কিছু এর বৈশিষ্ট্য দিলাম,
Capture 2
কাস্পের্সকির বৈশিষ্ট্য :
  • Prevents spying via unauthorized access to your webcam.
  • Safeguards your digital identity and privacy.
  • Identifies suspicious and phishing websites.
  • Alerts you to dangerous public Wi-Fi networks.
  • Helps you keep your children safe and responsible online.
  • Hassle-free protection with maximum PC performance.
  • Real-time Internet protection against all viruses and online threats.
  • Secures online banking and shopping with unique Safe Money technology.
তাই র দেরি না করে এখনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করেন নিন।
আজ এ র্পযন্ত  আশা করি  কাস্পের্সকি অ্যান্টিভাইরাস  আপনাদের কাজে লাগবে।

Thursday, September 4, 2014

MOA Folder ভাইরাস্‌ ডিলিড করার পদ্ধতি ...

বার দেখা হয়েছে



আসসালামুআলাইকুম আশা করি সবাই মহান আল্লাহ্‌র রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি।

প্রিয়, দর্শক লিপির শুরুতে আন্তরিকমোবারকবাদ ও সালাম গ্রহন করিবেন আর সময় বিলম্ব না করিয়ে এবার কাজের কথায় আসি Moa নামের ফোল্ডার ভাইরাস্‌ টিঅনেকের কাছে পরিচিত এই ভাইরাস্ টি সাধারণত Hidden করা অবস্থায় থাকে তবে Hidden অপশন টি Show করলে ভাইরাস টি দেখা যায়, তবে দু:খের বিষয় হল Moa নামের ফোল্ডার Delete করতে চাইলে Delete হয়না ও বিভিন্ন এন্টিভাইস নিয়ে Scan দেওয়ার পরেও Delete করতে পারিনি, তবে এক বন্ধুর কাছ থেকে শুনে ছিলাম Panda Internet Security দিয়ে নাকি Delete করা যায় তবে আমি চেষ্টা করিনি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে সহজ পদ্ধতি তে Delete করা যায় নিচের ধাপ গুলো অনুসরণ করুন!
(১) 7 Zip নামে একটি সফটওযারটি ডাউনলোড করে নিন
(২) সফটওয়ার টি Install করুন
(৩)কম্পিউটারের Start / Menu তে ক্লিক করে Programs এ গিয়ে 77-Zip File Manager টি Click করে Open করুন নিচের মত করে Window হবে
উপরের ছবি অনুযায়ী Brose করে (C:) (D:)(E:)(F:)(G:) যে পাটিশান গুলোতে MOAনামের Folder টির ভিতরে প্রবেশ করুন দেখবেন nul নামে একটি Folder রয়েছে ঐ Folder টির ভিতরে প্রবেশ করুন দেখবেন ওখানে অনেক গুলো ফাইল রয়েছে সব গুলো একত্রিতভাবে Select করে Keyboard থেকে F2 চাপুন অর্থাৎ Reneme করে নিন Reneme শেষে এবার সব গুলো CTRL +A অর্থাৎ সব গুলো সিলেক্ট করে উপরের Delete Option এ Click করে Delete করে ফেলুন Delete করার পর Back দিয়ে MOA Folder টি Reneme করে Delete করে ফেলুন এভাবে সকল Partiton গুলোর ভাইরাস Delete করে ফেলতে পারেন।
আমার টিউন দ্বারা কোনো কিছু না বুঝলে টিউমেন্ট করে জানাবেন
এবং উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন

নিয়ে নিন Avast এর লাইন্সেস ফ্রি ২০৩৮ সাল পর্যন্ত +++

বার দেখা হয়েছে

আশা করি ভাল আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ও ভাল আছি আজকে আমারা Avast নিয়ে বলব আমরা কম্পিউটার অথবা লেফটপ এবিভিন্ন রকম Antivirus সফটওয়ার ব্যবহার করে তার মধ্যে একটি হল Avast এই সফটওয়ার টি ইনষ্টল করার পর ৩০ দিন ফ্রি লাইন্সেস পেয়ে থাকে ৩০ দিন পর সফটওয়ার ফ্রি লাইন্সেস চলে যায়। চলে যাওয়ার ক্ষেত্রে আর কাজ করেনা,সফটওয়ার টি Remove করে আবার Install করতে হয়, আজকে আমরা লাইন্সেস সর্ম্পকে জানব, নিচে দেখুন,

আমরা দেখতে পাচ্ছি Avast সফটওয়ার টি Open করার পর MAINTENANCE এ ক্লিক করা আছে আমরা ও ক্লিক করব ক্লিক করলে নিচের মত দেখাবে
আমরা দখতে পাচ্ছি Registration এ ক্লিক করা আছে আমরা ও ক্লিক করব ক্লিক করলে নিচের মত দেখাবে
আমরা দখতে পাচ্ছি Insert the license Kay এর উপর ক্লিক করা আছে আমরা ও ক্লিক করব ক্লিক করলে একটি খালি জায়গা দেখবেন যেখানে আমাদের কে license Kay দিতে হবে license Kay আমরা কোথায় পাব নিচে দেওয়া আছে
ডাউনলোড

ডাউনলোড করে নিন ESET NOD32 AntiVirus 7.0.317.4 সাথে নিয়ে নিন 11.09.2016 license ।

বার দেখা হয়েছে

আসসালামুআলাইকুম আশা করি সবাই মহান আল্লাহ্‌র রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি।
  • প্রথমে এই লিঙ্ক থেকে ESET NOD32 AntiVirus 7.0.317.4  ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন।
  • তারপর  Active Username And Password  এ জান ।।

photo 1,

                               

Photo 2,


  • তারপর নেচের Username And Password   টি বসিয়ে দিন কাজ শেষ।

                                                  How To Install And Use Pass & Id
            
>>>>>> 2016 <<<<<<
  • Username: EAV-0094004488
  • Password:  559kttcns9
  • license valid  : 11.09.2016