সবাইকে সালাম ও শুভেচ্ছা।২০১৫ সালের কিছু প্রয়োজনীয় জিনিস শেয়ার দিলাম.২০১৫ সালের আরো কয়েকটি সফটওয়্যার হাতে আছে কিন্তু সব এখন শেয়ার করবো না কারন প্রতিবারের ন্যায় এবারওশেয়ার করবো সে সব যা হবে ২০১৫ সালের সফটওয়্যারে ভরপুর।অতএব অপেক্ষা শুরু করছি ২০১৫ সালের কিছু সফট নিয়ে ছোট্ট কিন্তু কাজের একটা টিউন।

প্রবাসী সব ভুললেও প্রতি বছর এই জিনিসটা শেয়ার করতে কখনোই ভোলে নাই।এই কারনে একটা 'ধন্যবাদ' আশা করতেই পারি।ইন্টারনেট সিকিউরিটি আছে অনেক রকম,অনেক প্রকার।আমার কাছে সবার চেয়ে সেরা মনে হয় এই এভিজি'কেই।যদিও আমি কোন ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করিনা কারন আমার কম্পিউটারে এমন কোন সোনার খনি নেই যা হারালে আমাকে পথে বসতে হবে।যেকোন সমস্যায় আমি হাসিমুখে পিসি ফরম্যাট করতে পারি।তারপরেও মাঝেমধ্যে যখন ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করি তখন এভিজি ছাড়া অন্য কারো নাম মনে আসে না।আমার সাথে সাথে অনেকেই আছেন এভিজি প্রেমিক তাই সবার চাওয়াকে পাওয়ায় পরিনত করতে আজকের এই শেয়ার।চোখ বন্ধ করুন,ডাউনলোডান এবং নিশ্চিন্তে ঘুমান.বরাবরের মত সকল তথ্য জানতে এবং বিশেষ কি কি আছে এবারের ভার্সনে তা জানতে এখানে ক্লিক করুন। আর হ্যাঁ ডাউনলোডের সুবিধার্থে ৩২ এবং ৬৪ বিটের জন্য আলাদা করে আপলোড করা হয়েছে.৩২ বিট ১৫২ মেগাবাইট এবং ৬৪ বিট ১৬৬ মেগাবাইট।
ডাউনলোড শেষ হয়ে থাকলে ফাইল খুলে ফেলুন।ইন্সটল করা শুরু করুন।প্রথমেই সিলেক্ট করুন ল্যাঙ্গগুয়েজ।ছবি দেখুন।

যখন (সি)রিয়াল দিতে বলবে তখন নোটপ্যাডে থাকা অনেকগুলো থেকে যে কোন একটা কপি করে পেষ্ট করুন।(সি)রিয়াল এর ঘরে অটো একটা নাম্বার থাকবে সেটা মুছে ফেলবেন এবং নোটপ্যাড থেকে কপি/পেষ্ট করবেন।অন্যথায় ট্রায়াল ভার্সন হয়ে যাবে।ছবি দেখুন।

এরপর বাকি কাজ আপনি নিজেই করতে পারবেন।কাজ শেষে মিলিয়ে নিন আপনার কাংখীত ইন্টারনেট সিকিউরিটিটি।

আর হ্যাঁ ফুল ভার্সন হওয়ার পর পুরো কম্পিউটার স্ক্যানিং করে নিতে এবং আপডেট করে নিতে ভুলবেন না।

তো ২০১৫ আসার আগেই আপনাদের ২০১৫ র দিকে যাত্রা শুভ হোক।
avg pc tuneup 2015

অনেকেই পছন্দ করেন এটি।তবে আমার মনে হয় পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে Advanced System Care. যাইহোক অন্যেরাও যে ভালো মন্দ কিছু কাজ করতে পারে তা বুঝতেও বোধহয় আমাদের ওন্যান্য সফটওয়্যার ব্যবহার করা উচিত।এবারের ভার্সনে নতুন কি কি থাকছে জানতে এখানে ক্লিক করুন।াশা করছি আপনার শখের পিসিকে গতিশীল এবং অন্যান্য রেজিষ্ট্রি এরোরগুলো সমাধান করতে এই সফটওয়্যারটি অগ্রনী ভূমিকা রাখবে।পরীক্ষা হয়েই যাক কি বলেন?এটি মাত্র ৭৫ মেগাবাইট।আপনাদের 3G স্পীডে অতি দ্রুতই নামাতে পারবেন বলে আশা করছি।
ডাউনলোড শেষ হয়ে থাকলে ইন্সটলের আগে প্রথমেই নেট কানেকশন বন্ধ করে নিবেন।অন্যথায় কাজ করবে না।আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি ক্যামন !প্রথমেই ল্যাঙ্গগুয়েজ সিলেক্ট করে নিন আপনার পছন্দ মত।অন্যথায় চাইনিজ কিংবা জাপানীজ ভাষা সিলেক্ট হয়ে গেলে আমাকে দোষারুপ করবেন না। টিকচিহ্নগুলো দিয়ে নিন যদি দেয়া না থাকে।ছবি দেখুন।

এগিয়ে যান।ছবিতে যেভাবে দেখিয়েছি সেভাবে করুন।

এরপর যখন কাজ শেষ হবে ডেস্কটপে আইকোনে ক্লিক করলে এমন পেজ আসবে।ছবি দেখুন।

enter product ke(y) তে ক্লিক করুন এবং নোটপ্যাডে দেয়া (সি)রিয়াল কপি করে পেষ্ট করুন।ছবি দেখুন।

এবং এরপর যা হবার তাই হলো।কি হলো ছবিতেই দেখা যাক।

পিসি রিষ্টার্ট করেন এবং আইকোনে ক্লিক করে চালু করুন সফটওয়্যারটি।দেখে নিন আপনাকে ফুলভার্সন বলছে কি না।

এরপর........................... এরপর আবার কি ???? এর পরের কাজ আপনাদের।
আজ এ পযন্ত … আগামিদিন অন্য কিছু টিপস নিয়ে আসব। আশা করি অ্যান্টিভাইরাস আপনাদের কাজে লাগবে।