বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Saturday, September 6, 2014

আইফোন ৬ ক্রয়ে লাইন ধরছেন ক্রেতারা

বার দেখা হয়েছে

অ্যাপলের সর্বশেষ স্মার্টফোন আইফোন ৬ এখনো উন্মুক্ত করা হয়নি। আগামী ৯ সেপ্টেম্বর এটির ঘোষণা দিতে পারে অ্যাপল। আর এর প্রায় ১০ দিন পর শুরু হতে পারে এর বিক্রয় কার্যক্রম। কিন্তু বিভিন্ন জায়গায় স্টোরের সামনে এখনি শুরু হয়ে গিয়েছে লাইন ধরে ক্রেতাদের অপেক্ষা। নিউ ইয়র্ক এবং অস্ট্রেলিয়ার কয়েকটি স্থানে এই চিত্র দেখা গেছে।

আইফোন ৬

%E0%A6%86%E0%A6%87%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A7%AC-31

নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে থাকা অ্যাপলের ফ্ল্যাগশিপ স্টোরের সামনে অপেক্ষারত বেশ কিছু ক্রেতার দেখা পাওয়া গিয়েছে। সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার ওই স্টোরের এক কর্মীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সেখানে অপেক্ষারত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওই কর্মী জানান, “আমরা বুঝতে পারছিনা তারা কেন সেখানে অবস্থান করছেন। এমনকি তারা নিজেরাও জানেন না তাদের অবস্থানের কারন কি। আমরা এখনো কিছু ঘোষণা করিনি।”
তবে মজার ব্যাপার হচ্ছে, বর্তমানে অন্যের জন্য লাইন ধরে বেশ ভাল পরিমানে আয় করছেন অনেক ব্যক্তি। উপরে উল্লেখিত স্টোরের একদম সামনে থাকা দুইজন ব্যক্তিও একইভাবে অন্যের জন্য লাইন ধরে বসে আছেন। আর এজন্য তাদের ২৫০০ ডলার পরিশোধ করা হয়েছে। তাঁরা পাঁচ বছর ধরে এই কাজ করছেন। আর কেবল অ্যাপল পণ্যের লাইন ধরেই আয় করেছেন ৭০০০ ডলার।

আইফোন ৬

%E0%A6%86%E0%A6%87%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A7%AC-11

এই ব্যবসা বর্তমানে বেশ রমরমা অবস্থায় রয়েছে। অবাক করার মত বিষয় হল, বর্তমানে লাইন ধরার জন্য প্রফেশনাল সার্ভিসও রয়েছে। এমনই এক প্রতিষ্ঠান Same Ole Line Dudes। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যেই তাঁরা আইফোন ৬ এর জন্য সাতটি আদেশ পেয়েছে।

এই পোস্ট টি আপনার পছন্দ হলে শেয়ার করুন সামাজিক সাইটে
টেকটিউনসইউ →
ফলো করুন →
শেয়ার করুন →