কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন । আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আমি আজ আপনাদের শিক্ষাবো কিভাবে বন্ধুকে বাশ দিবেন তার পিসির পাসওয়ারড না জেনেই তা পালটে দিয়ে। হয়তো অনেকেই জানেন অথবা জানেন না আমি তো আর জানি না আপনি জানেন কি জানেন না।তো যারা জানেন এখনি ব্যাকস্পেস চাপুন। বাকিরা আমার সাথে চলুন বাঁশ দিতে। আর হ্যা কোন সফটওয়্যার লাগবে না । আর বাশ দিতেও বেশিক্ষণ লাগবে না । আপনার বন্ধু বাথরুম এ গিয়ে আসতে যতক্ষণ নিবে আশা করি তার আগেই আপনি বাশ দিয়ে দিতে পারবেন।
তো শুরু করা যাক আপনার বন্ধু যেহেতু বাথরুমে তো আপনার হাতে আছে মাত্র ২ মিনিট (আপনার বন্ধুর বেশী লাগলে আপনার জন্য ভাল )
প্রথমে Run এ গিয়ে type করুন lusrmgr.msc দেন এন্টার দিন।

নতুন একটি উইন্ডো পাবেন ওখান থেকে User এ ক্লিক করুন।

পিসিতে থাকা একাউন্ট গুলো দেখতে পাবেন ।

তারপর যে একাউন্টের পাসওয়ার্ড পালটাবেন সেটার উপর মাউস রেখে Right Click করুন ।Set Password Select করুন।

Proceed এ ক্লিক করুন।

২ বার নতুন পাসওয়ার্ড দিন।

ব্যাস আপনার কাজ শেষ।

এবার চুপচাপ বাসায় চলে যান আর মজা নিন।
ভুলেও এটা আপনার বন্ধু কে শেখাবেন না কারন আপনিও বিপদে পড়তে পারেন । আর আপনার আগে যদি আপনার বন্ধু এই টিউন টা পড়ে ফেলে উল্টা আপনারে বাশ দেয় তাহলে আমি দায়ি না।
পড়ার জন্য ধন্যবাদ।
সব সময় সাদামাটা টিউন করি।
টিউমেন্ট করে মতামত দিবেন আপনি বাশ খেলেন না দিলেন।