বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Tuesday, September 9, 2014

টার্গেট অক্টোবর মাসে ১০০০ ডলার আয় করা, শুধুমাত্র ব্লগস্পটে সাইট বানিয়ে

বার দেখা হয়েছে

সালাম। আমি আজকে আপনাদের দেখাব কিভাবে আপনি দিনে মাত্র ২ ঘন্টা কাজ করে মাসের শেষে ১০০০ ডলার আয় করতে পারেন। তাই এই পোস্ট পড়ার জন্য আপনার একই সাথে ধৈর্য এবং কাজ করার উদ্যম থাকতে হবে।
কি কি লাগবে?
১)গুগলে একটি একাউন্ট
২)অটো ব্লগিং সফটওয়ার।
৩) একটি মান সম্মত সাইটের ফিড
কাজের ববরনঃ
প্রথমেই বলে নেই আমরা এমন একটি সাইট তৈরি করব যার মাধ্যমে ইউজাররা নতুন রিলিজ হওয়া মুভি, এন্ড্রয়েড এপ ডাউনলোড করতে পারবে। ডাউনলোড সাইট থেকে প্রচুর ভিজিটর পাওয়া যায়। তাই এটা আমাদের প্রজেক্ট ।
তাহলে শুরু করি।
ধাপ ১
প্রথমে ব্লগ স্পটে গিয়ে একটি ব্লগ খুলুন। নাম আপনার পছন্দ মত দিন। তারপর থিম, ইত্যাদি সিলেক্ট করুন। ব্লগ চালু করুন।
ধাপ ২
এই লিঙ্ক থেকে অটো ব্লগিং সামুরাই নিয়ে নিন। তারপর কম্পিউটারে ইন্সটল করে নিন, তারপর নিম্মের ফিডটি বসান

http://69download.com/category/hd-movies/feed

এই ফিড থেকেই সকল কন্টেন্ট আপনার সাইটে অটো পাব্লিশ হবে।
যদি অটো ব্লগিং সামুরাই ঠিক মত না বুঝেন বা কাজ না করে তাহলে গুগলে লিখুন IFFT বা auto post from feed to blogger site তারপর উক্ত সাইটের নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
ধাপ ৩
যদি সব কিছু কাজ ঠিক মত করে এবং আপনার সাইটে যদি অটো পাব্লিশ হয় তাহলে এবার আপনার সাইট SEO করবার পালা।
আপনার সাইটের পেজ বানান। ফেসবুকে আপনার সাইটকে প্রোমোট করুন। স্ট্যাটাস দিন। ভিজিটর জোগার করুন।
বিভিন্ন ব্লগে মানসম্মত পোস্ট করুন।
বিভিন্ন ব্লগে কমেন্ট করুন আপনার সাইটের লিঙ্ক দিন।
ইউটিউবের ভিডিও গুলোতে কমেন্টে আপনার সাইটের লিঙ্ক দিয়ে বলুন অমুক মুভি পাওয়া যাবে।
তবে কাজ করার জন্য একটি পরিকল্পনা করুন।
ধাপ ৪ঃ
এড নেটওয়ার্কে যুক্ত হওনঃ
আপনি কি ভাবছেন গুগল এডসেন্স? ভুলেও না। গুগল জীবনে ও বাংলাদেশিদের এড সেন্স দিবে না। দিলে আবার নিয়ে ফেলবে। তো? গুগল এডসেন্সের বিকল্প রয়েছেঃ

Chitika

  • Bidvertiser

নেটওয়ার্ক গুলো তে সাইনাপ করে সেখানের এড কোড গুলো আপনার সাইট বসান।

কোড বসাতে নিম্মের ভিডিওর সাহায্য নিন
কি ভাবে টাকা উঠাবেনঃ
আপনি যেই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন তারা ১০০ ডলার হলে বা তার সমপরিমান হলে ব্যংক বা western union এর মাদ্যমে আপনাকে টাকা দিবে। পেপালও ব্যবহার করতে পারে।
সাইট তৈরি হওয়ার পর আপনার কাজঃ
তাকে মানুষের কাছে পৌছিয়ে দেওয়া। যত বেশী ভিজিটর তত বেশি ইনকাম। তাই আপনাকে ভিজিটর পাওয়ার জন্য যা যা করতে হবে সব করবেন।
এক্ষেত্রে গুগলের সাহায্য নিতে পারেন।
উল্লেখ্য এই মাধ্যমে আপনাকে আপনার সাইটে কাজ করতে হবে না। কারন অটো কনেন্ট পোস্ট হচ্ছেই।

এই পোস্ট টি আপনার পছন্দ হলে শেয়ার করুন সামাজিক সাইটে
টেকটিউনসইউ →
ফলো করুন →
শেয়ার করুন →

0 comments: