বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Monday, September 22, 2014

আপনার পিসি তে কিভাবে উবুন্টু/Linux ইন্সটল দিবেন ? দেখে নিন স্ক্রিন শট সহ বিস্তারিত l

বার দেখা হয়েছে

Ubunto
আমরা অনেকেই আছি যারা পিসিতে Windows-এর পাশাপাশি Ubuntu/Linux ইন্সটল করি। আবার অনেকে আছি যারা শুধু উবুন্টু ইন্সটল করে পিসিতে।দিন দিন Ubuntu-এর জনপ্রিয়তা বাড়ছেই। এর মূল কারন হচ্ছে এটি Freeware ISO
তাহলে চলুন দেখে নিই কিভাবে USB দিয়ে খুব সহজেই পিসিতে Ubuntu/Linux ইন্সটল করা যায়ঃ
এবার তাহলে ডাউনলোড করে নিনঃ  
                     32-Bits----Download Here
                     64-Bits----Download Here


প্রথমে আপনার পিসির Boot Option থেকে 'BOOT FROM USB' সিলেক্ট করুন। এর জন্য আপনাকে F-12 চাপতে হবে।এরপর আপনার ISO-এর Language সিলেক্ট করুন।
Screenshot_11
এবার স্কিনশটের মত করে Option-গুলতে মার্ক করুন।
Screenshot_2
এরপর আপনার ইন্টারনেট কানেকশন/WiFi সিলেক্ট করতে হবে, যদি আপনি ISO আপডেট করতে চান।
Screenshot_3
এই স্টেপে আপনি যদি Windows এর পাশাপাশি Ubuntu ইন্সটল করতে চান তাহলে ১ম Option-টি মার্ক করুন।
Screenshot_4
এবার আপনাকে Drive সিলেক্ট করতে হবে। উবুন্টু ইনস্টলের জন্য 4-GB জায়গা থাকতে হবে।
Screenshot_5
এবার আপনার Location দিন। আর যদি আপনার নেট কানেকশন অন থাকে তাহলে Auto ভাবেই চলে আসবে।
Screenshot_6
এবার আপনার Keyboard-এর Layout সিলেক্ট করুন।
Screenshot_7
কাজ প্রায় শেষের দিকে। এবার আপনার Username, Password সেট করে দিতে পারেন।
Continue-এ ক্লিক করুন।
Screenshot_8
এখন Setup শুরু হয়ে যাবে। কিছুক্ষন অপেক্ষা করুন।
Congratulations, আপনি সঠিকভাবে উবুন্টূ ইন্সটল করতে পেরেছেন। এবার আপনার পিসি Reboot করুন আর উপভোগ করুন নতুন OS Ubuntu।
ধন্যবাদ এতবড় পোস্ট টি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ ।

এই পোস্ট টি আপনার পছন্দ হলে শেয়ার করুন সামাজিক সাইটে
টেকটিউনসইউ →
ফলো করুন →
শেয়ার করুন →