বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Monday, November 3, 2014

কিবোর্ড এর কোন কি কাজ করছে না? সমাধান নিন !!!

বার দেখা হয়েছে

কম্পিউটার কিবোর্ডে কি গুলো সারিবদ্ধ ভাবে সাজানো থাকে। কিন্তু অনেক সময় কোন একটি কি বেশি ব্যবহার এর কারনে কি-টি ঠিক মত কাজ করে না। সে ক্ষেত্রে আমরা বেশ অসুবিধার সম্মুখীন হয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে আমরা Sharp key নামের একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে পারি। যার মাধ্যমে আমরা কিবোর্ডের কি গুলো remapping করে কম ব্যবহৃত হয় এমন একটি কি সিলেক্ট করে আমরা সাময়িক এ সমস্যা থেকে মুক্তি পেতে পারি।
শার্ফকি সফটওয়্যার দিয়ে আপনি প্রয়োজনে কিবোর্ডের যে কোন কি ডিজেবল করে রাখতে পারবেন, যেমন Caps Lock ইত্যাদি । আর যে কোন কি Add করতে বামদিকের বক্স (From key) থেকে Type Key তে ক্লিক করে নতুন কি add করতে হবে।
এক্ষেত্রে একই ভাবে ডানদিকের বক্স থেকে Type Key তে ক্লিক করে পরিবর্তিত যে কি টি দিতে চান তা প্রেস করতে হবে। এরপর OK দিয়ে বেরিয়ে আসুন এবং Write to Registry বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
এরপর একটা বার্তা দেখাবে যে, you’ll need to restart or log of your system to take affect. এর অর্থ হচ্ছে আপনার পিসিকে রিস্টার্ট বা লগঅফ করলেই এটি কাজ করবে।
এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি পোর্টেবল তাই ইন্সটল করার প্রয়োজন হবে না।

এই পোস্ট টি আপনার পছন্দ হলে শেয়ার করুন সামাজিক সাইটে
টেকটিউনসইউ →
ফলো করুন →
শেয়ার করুন →

0 comments: