
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন । অনেকেই শুনেছেন ইন্টারনেট থেকে আয় করা যাই । অনেকেই পারেন আবার অনেকেই পারেন না। যারা পারেন না আমি তাদেরকে বলতে চাই আপনি আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি কাজ পারেন। আশা করি উত্তর টা আপনার জানা আছে (আমারে কেউ জিজ্ঞাসা কইরেন না আবার
)। আপনি যেটা পারেন সেই বিষয়ের উপর গুগল সার্চ করুন এবং নিজেকে আরও দক্ষ করে তুলুন। ভাবছেন কাজের কথা না বলে আমি খালি বক বক কেন করতেছি হুম কারন তহ অবশ্যই আছে। অনেক কথা হল চলুন এবার কাজের কথাই যাই।

ইন্টারনেট থেকে বিভিন্ন ভাবে আয় করা যাই। আমি আজকে আপনাদের বলবো কিভাবে ইউটিউব থেকে আয় করা যাই । ইউটিউব থেকে আয় করতে আপনার যা যা লাগবে তাহলঃ
১। আপনার একটা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন 

২। একাটা ব্র্যান্ড নিউ gmail অ্যাকাউন্ট পুরান হলেই চলবে 

৩। একাটা ইউটিউব অ্যাকাউন্ট
৪। Google adsense ( সোনার হরিণ ) অ্যাকাউন্ট
এখন আপনাকে যা করতে হবে সেইটা হল সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে ইউটিউব এন।আপলোড করার জন্য। ভিডিও হবে পারে যেকোনো বিষয়ের উপর তবে adult হলে হবে না। নিচের ভিডিও টি দেখে নিন কিভাবে কি করতে হবে তার জন্য।