প্রথমেই বলে নেই এই টিপসটি শুধুমাত্র উইন্ডোজ এক্সপির জন্য প্রযোজ্য। চাইলেই আপনার কম্পিউটারটি বন্ধ হবে সুপার ফাস্ট! এর জন্য কোন জটিল রেজিস্ট্রি কিংবা কোন সফটওয়্যার ইন্সটল করবার প্রয়োজন নেই। শুধু নিচের ধাপগুলো অনুসরণ করুন আর দেখুন জাদু!
১. কীবোর্ড থেকে Ctrl+Alt+Delete চাপুন। টাস্ক ম্যানেজার খুলবে।
২. Shut Down এ ক্লিক করুন।
৩. Ctrl কী চেপে ধরে Turn Off এ ক্লিক করুন।
খেল খতম! এক্সপি হজম!!!