অনেকদিন পর আবার লিখতে বসলাম। সবাই আশা করি ভাল আছেন। আজকের পোস্টটা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট চালাচ্ছেন তাদের জন্য। যাই হোক, কাজের কথায় আসি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ওয়ার্ডপ্রেসের উন্নত মানের একটি Related Post প্লাগিন নিয়ে। এই প্লাগিনটি সম্পর্কে যারা জানেন না এটি তাদের জন্য। আপনাদের অবশ্যই ভাল লাগবে, কারণ ভাল এতে একসাথে একসঙ্গে ১০ টি ভিন্ন Thumbnails ডিজাইন। এক নজরে দেখে নিন এর নজরকাড়া ১০ টি Thumbnails.
প্লাগিনটির নাম nrelate Related Content. তো দেরি কেন? এখনি আপনার সাইটে যুক্ত করে নিন আকর্ষণীয় এই প্লাগিনটি।
ওয়ার্ডপ্রেস পেজ | ডাউনলোড
আশা করি আপনার কাছে এই প্লাগিনটি ভাল লেগেছে। ভাল লেগে থাকলে তেমন কিছুই করতে হবে না, কেবল কমেন্টের মাধ্যমে একটা ধন্যবাদ দিলেই যথেষ্ট।