ইন্টারনেটে অনেক টেমপ্লেট পাওয়া যায় একথা ঠিক।কিন্তু কেউ যদি নিজেই তৈরি করতে চায় তার ওয়েবসাইটের জন্য টেম্পলেট তখন একটা সমস্যার উদ্ভব হয়।আর তা হল ডিজাইন সমস্যা।নিজে তৈরি করতে গেলে যেমন ড্রিমওয়েভা এর মত দামি সফটওয়্যার লাগে ঠিক তেমনি কিছুটা কোডিং ও জানার প্রয়োজন হয়।আমি এর আগে ফ্রি ড্রিম ওয়েভার ডাউনলোড নিয়ে টিউন করেছি।চাইলে ফ্রিতে ডাউনলোড করতে পারেন।কোন লাইসেন্স লাগবে না।কিন্তু যারা নতুন তাদের পক্ষে এই সফটওয়ার গুলো ব্যবহার সহজ হয়ে ওঠেনা।যেমন আমি যখন ড্রিমওয়েভার প্রথম ব্যবহার করতে গেলাম তখন আমার ধারনা ছিল এটা হয়তো ফটোশপ বা ইলাস্ট্রেটর এর মত সহজে শেখা সম্ভব।কিন্তু বাস্তবে তা নয়।আর তাই নতুন যারা ওয়েবসাইট নির্মাতা তাদের জন্য যাতে খুব সহজে সফটওয়্যা ছাড়া কোন কোডিং ব্যবহার না করে ওয়েব সাইট নির্মান করতে পারে তাই আমার আজকের এই টিউন।
আপনি খুব সহজে ওয়েবসাইট এর ডিজাইন করতে পারেন http://rushtide.com/ এই ওয়েবসাইট থেকে।
এখানে গিয়ে নিচের ছবিতে দেখানোর মত Try Now তে ক্লিক করুন।
এরপর একটা পেজ আসবে যার উপরের অংশটি নিচে দেখানো ছবির মত।

সব শেষে ডিজাইন করা হয়ে গেলে ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে অপনার সাইটে আপলোড করে নিন।
টিউন পরার জন্য ধন্যবাদ।ভালো মনে করলে মন্তব্য করবেন।