বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Sunday, November 16, 2014

আপনার ডিলিট হওয়া ব্লগ পোস্ট ফিরিয়ে আনুন কয়েকটি সহজ ধাপে।

বার দেখা হয়েছে

অনেক সময় বিভিন্ন কারনে আমাদের কষ্টে লিখা ব্লগ ডিলিট হয়ে যায়। সার্ভার জনিত বিভিন্ন কারনে ব্লগ ডিলিট হতে পারে। তখন আবার নতুন করে ওয়াডপ্রেস ইন্সটল দিলে দেখা যায় আগের করা ব্লগ গুলো আর নাই।  ডিলিট হওয়া ব্লগ পোস্ট ফিরিয়ে আনার কয়েকটি সহজ ধাপ জেনে নিন।
পদ্ধতি- ১ঃ গুগল ক্যাচ ডাটা (Google’s Cache) 1619471_288202844662930_115791928_n-75x75
যদি আপনার ব্লগের মেয়দ বেশি হয়ে থাকে অথবা গুগল আপনার ব্লগটি ইনডেক্স করে থাকে তাহলে প্রথমে সেই পোস্ট নাম দিয়ে গুগলে সার্চ দিন। আপনার ব্লগটি সার্চে দেখালে টাইটেলের পাসে ডানদিকে তীর চিহ্নতে ক্লিক করলে ক্যাচ  (Cache) অপশন এ ক্লিক করলে আপনার ব্লগের ক্যাচ ডাটা দেখতে পারবেন। সেখান থেকে কপি করে আপনি আপনার ব্লগ ফেরত পেতে পারেন। নিচের ছবি দেখলে ভাল বুঝতে পারবেন।
ssddff
পদ্ধতি- ২ঃ টাইম মেশিন
আপনার ব্লগ যদি অনেক বেশি পুরন হয়ে থাকে তাহলে এই সাইটটি দেখতে পারেন। একে অয়েব সাইটের টাইম মেশিন বলা হয়। এখানে আপনার সাইটের লিঙ্ক দিয়ে “Take Me Back” এ ক্লিক করলে একটা ক্যালেন্ডার আসবে। এখান থেকে তারিখ সেট করে আপনার হারানো ব্লগ খুঁজে দেখতে পারেন। তবে সমস্যা হল এই সাইটে আপনার সাইট ইনডেক্স হওয়া। হয়ে থাকলে ভাল। নাহলে আগে ভাগেই আপনার সাইট এখানে সাবমিট করে নিন। কখন কি হয় বলা যায়না।
পদ্ধতি- ৩ঃ ওয়ার্ডপ্রেস এর ঝুড়ি 
কোন ব্লগ ডিলিট হয়ে গেলে টা খুঁজার সবচে সহজ উপায় হচ্ছে Trash. ড্যাশবোর্ডের পোস্ট অপ্সনে গেলেই এই Trash অপশন পেয়ে যাবেন।  তার পরও নিচে একটা ছবি দিলাম।
Wordpress-trash-post
আর কোন পদ্ধতি জানা থাকলে আমাকেও জানাবেন। 
আগে প্রকাশিত। 

এই পোস্ট টি আপনার পছন্দ হলে শেয়ার করুন সামাজিক সাইটে
টেকটিউনসইউ →
ফলো করুন →
শেয়ার করুন →